অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ প্রসূতি

পুরসভা ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে চালিত মাতৃসদন হাসপাতালে অস্ত্রোপচার করে প্রাণ সংশয় হয়ে উঠেছে প্রসূতির।

Advertisement
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০১:২৩
Share:

পুরসভা ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে চালিত মাতৃসদন হাসপাতালে অস্ত্রোপচার করে প্রাণ সংশয় হয়ে উঠেছে প্রসূতির। ওই মহিলা এক পদস্থ সরকারি আধিকারিকের স্ত্রী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মাতৃসদনে গত শুক্রবার ওই প্রসূতি শিখা দে’র অস্ত্রোপচার করেন বালুরঘাট জেলা হাসপাতালের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ। শিশু কন্যার জন্ম দেওয়ার পরদিন থেকে তাঁর রক্তচাপ কমতে থাকে এবং পেট ক্রমশ ফুলতে থাকে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে রবিবার তাঁকে বালুরঘাট হাসপাতালে আইসিসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু শিখাদেবীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে বুধবার বালুরঘাট হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের জেলা স্কুল এডুকেশন দফতরের নির্দেশক শুভঙ্কর দে’র আশঙ্কা সম্ভবত ভুল অস্ত্রোপচারে তাঁর স্ত্রীর পেটের ভিতর রক্তক্ষরণ শুরু হয়েছে। হাসপাতাল সুপার তপন বিশ্বাস জানান, উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হয়েছে। বালুরঘাট হাসপাতালে প্রসূতিদের অস্ত্রোপচারের ব্যবস্থা থাকতেও সরকারি হাসপাতালের চিকিৎসক কেন পুরসভার ও বেসরকারি সংস্থা চালিত ওই চিকিৎসা কেন্দ্রে শিখাদেবীর অস্ত্রোপচার করলেন, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন