উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

জয়ের পর সংসদের দখল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব টিএমসিপির মধ্যেই

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দখল নিয়েও তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর বিরোধ বাঁধল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন নিয়ে টিএমসিপি’র দুই গোষ্ঠীর তরফে দু’টি প্যানেল জমা পড়ে। তাতে শেষ পর্যন্ত ভোটাভুটি করতে হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ০১:২৪
Share:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দখল নিয়েও তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর বিরোধ বাঁধল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন নিয়ে টিএমসিপি’র দুই গোষ্ঠীর তরফে দু’টি প্যানেল জমা পড়ে। তাতে শেষ পর্যন্ত ভোটাভুটি করতে হয়। তাতে টিএমসিপি’র বিশ্ববিদ্যালয়ের ইউনিট সভাপতি বিবেক ওঁরাওয়ের গোষ্ঠীকে হারিয়ে এত দিন সংগঠনের জেলার কার্যকরী সভাপতি হিসাবে থাকা মিঠুন বৈশ্যর গোষ্ঠীর প্যানেলই জয়ী হয়েছে।

Advertisement

তবে টিএমসিপি-র নেতা নির্ণয় রায় বলেন, ‘‘আমাদের প্যানেলের প্রার্থীরাই জয়ী হয়েছেন। অন্য প্যানেলটি আমাদের নয়।’’ যদিও মিঠুন গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে বলেন, ‘‘সহমত না হওয়াতে সমস্যা হয়। দু’টি প্যানেল জমা পড়ে। তবে শেষ পর্যন্ত আমাদের প্যানেলের প্রার্থীরাই জিতেছেন।’’

ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছেন সপ্তর্ষি বিশ্বাস। ৯৩ জন জয়ী প্রার্থীর মধ্যে এ দিন ৯১ জন ভোটাভুটিতে উপস্থিত ছিলেন। সভাপতি অয়নকুমার মোহান্তি, সহ সভাপতি টুইঙ্কল মাংরাতি, সহকারী সাধারণ সম্পাদক ও ক্রীড়া সম্পাদক হলেন সামসুল হক ও আছাকুল আলি। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন অজিত রায়, পত্রিকা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কল্পনা লামা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement