শিলিগুড়ির কলেজগুলিতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শতাধিক ছাত্রছাত্রী এখনও ভর্তি হতে পারেনি অভিযোগ তুলে মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দিল এসএফআই। বুধবার এসএফআই-এর শিলিগুড়ি লোকাল কমিটির তরফে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের তরফে জানানো গয়, মূলত শিলিগুড়ি কলেজ, শিলিগুড়ি মহিলা কলেজ এবং কমার্স কলেজে ছাত্রছাত্রীরা এখনও ভর্তি হতে পারেনি।