ফের ৪ নম্বর ওয়ার্ডে পুরসভার আবর্জনা ফেলার গাড়ি থেকে ময়লা ফেলতে দিলেন না বাসিন্দারা। ২৮ ফ্রেবুয়ারি পুরসভার চেয়ারম্যানের দেওয়া লিখিত বয়ান অনুযায়ী ওই ওয়ার্ডের অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে আর ময়লা ফেলবে না পুরসভা। বসিন্দাদের অভিযোগ, এর পরেও বারবার পুরসভা ময়লা ফেলার গাড়ি পাঠাচ্ছে এলাকায়। সোমবার ও মঙ্গলবার পর পর দু’দিন গাড়ি ফেরানো হয়েছে। পুরসভার দাবি, নতুন জায়গার ব্যবস্থা করা সম্ভয় হয়নি। আরও সময় লাগবে। তাই ময়লা ফেলার জন্য গাড়িগুলি গিয়েছিল।
আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান আশিস দত্ত বলেন, “আমরা তিন মাস সময় চেয়েছিলাম ঠিকই। কিন্তু এত অল্প সময়ে চেষ্টা করেও স্থায়ী ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করা যায়নি। তবে এখন সিপিএম ও কংগ্রেস যৌথ ভাবে আবর্জনা ফেলায় বাধা সৃষ্টি করছে। আমার ফের ওই এলাকায় ময়লা ফেলার চেষ্টা করব। না করতে দিলে শহরে ময়লা তোলার কাজ বন্ধ থাকবে।”
রাজনৈতিক উদ্দেশ্যে শহরে ময়লা ফেলার কাজ বন্ধ করার অভিযোগ মানতে চাননি কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকার। তিনি বলেন, “চার নম্বর ওয়ার্ডে অস্থায়ী ভাবে ময়লা ফেলার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম ২০১২ সালে। তার পরেও কেন পুরসভা স্থায়ী জায়গা করেনি। তৃণমূলের পুরবোর্ড অনেক ধরে আছে। আমরা জেলাশাসককে জানিয়ে দিয়েছি ওই ওয়ার্ডে জোর করে ময়লা ফেলা যাবে না। প্রয়োজনে সর্বদল বৈঠক ডাকুক প্রশাসন।”
৪ নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা জয়ন্ত সাহা বলেন, “এখানে রাজনীতির কোনও জায়গা নেই। এ দিন চেয়ারম্যান এসেছিলেন, কিন্তু বাসিন্দারা ময়লা ফেলতে দেননি। দলমত নির্বিশেষে এলাকায় দুর্গন্ধ রুখতে ময়লা ফেলতে দেওয়া হবে না।”