হুগলির আমলার মৃত্যু থেকে শিক্ষা

প্রশাসনের কর্তাদেরও লালারস পরীক্ষা শুরু

শুক্রবারই স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীদের দিয়ে শুরু হয়েছে করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহের কাজ। শনিবার জেলাশাসকের দফতরের আধিকারিক ও কর্মীদের লালারসের নমুনা সংগ্রহ শুরু হয়। এছাড়াও বিভিন্ন বিডিও অফিসের কর্মী ও থানার পুলিশকর্মীদেরও করোনা পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০৭:৩২
Share:

প্রতীকী ছবি

দিনকয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল রাজ্যের এক শীর্ষস্থানীয় আমলার। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা আধিকারিক ও কর্মীদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর।

Advertisement

শুক্রবারই স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীদের দিয়ে শুরু হয়েছে করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহের কাজ। শনিবার জেলাশাসকের দফতরের আধিকারিক ও কর্মীদের লালারসের নমুনা সংগ্রহ শুরু হয়। এছাড়াও বিভিন্ন বিডিও অফিসের কর্মী ও থানার পুলিশকর্মীদেরও করোনা পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দিনকয়েক করোনায় আক্রান্ত হন দেবদত্তা রায় নামে হুগলিতে কর্মরত এক ডেপুটি ম্যাজিস্ট্রেট। গত সোমবার হুগলির শ্রমজীবী হাসপাতালে মৃত্যু হয় এই ডব্লিউবিসিএস আধিকারিকের। কোথা থেকে তিনি করোনায় আক্রান্ত হলেন, তা জানা না গেলেও হুগলির জেলাশাসকের দফতর সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফেরার পর ডানকুনিতে যে ট্রানজ়িট ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল তার দায়িত্বে ছিলেন দেবদত্তা।

Advertisement

আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ওই মহিলা আধিকারিকের মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়েই করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা আলিপুরদুয়ার জেলার বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক ও কর্মীদের লালারসের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলিপুরদুয়ারের সিএমওএইচ গিরীশচন্দ্র বেরা এ দিন বলেন, করোনাভাইরাসের মোকাবিলায় ফ্রন্ট লাইনে থাকা সরকারি আধিকারিক ও কর্মীরা অনেকেই জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিক-সহ বহু মানুষের সংস্পর্শে আসছেন। সেজন্যই তাঁদের লালারসের নমুনা পরীক্ষার এই সিদ্ধান্ত।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শুক্রবার সিএমওএইচ সমেত জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। এ দিন জেলাশাসকের দফতরের আধিকারিক ও কর্মীদের লালারস সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন বিডিও অফিসের আধিকারিক ও কর্মী এবং থানার পুলিশকর্মীদেরও লালারস পরীক্ষা করা হবে।

কয়েকটি বিডিও অফিস ও থানাতেও সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জেলার স্বাস্থ্য কর্তারা জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement