ট্রেক করতে গিয়ে কালিম্পঙে মৃত মার্কিন যুবক

ট্রেকিং করার সময়ে পা পিছলে পড়ে গিয়ে মারা গেলেন এক যুবক। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পঙ থানায় কালিঝোড়ার কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লামার ফক্স (২১)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ১২:০৭
Share:

জিজ্ঞাসাবাদ চলছে লামার দুই বন্ধুর। —নিজস্ব চিত্র।

ট্রেকিং করার সময়ে পা পিছলে পড়ে গিয়ে মারা গেলেন এক যুবক। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পঙ থানায় কালিঝোড়ার কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লামার ফক্স (২১)। আমেরিকার নাগরিক লামার মাস তিনেক হল শিলিগুড়িতে রয়েছেন। শিলিগুড়ির দেবীডাঙা এলাকায় দুই বন্ধুর সঙ্গে তিনি থাকছিলেন। তঁর অন্য দুই সঙ্গীও আমেরিকার নাগরিক। তাঁরা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই দিন একটি স্কুটিতে চেপে লামার এবং অন্য এক সঙ্গী এথান ফেল‌্থ ট্রেকিং করতে আসেন। দু’জনে একটি খাড়া পাহাড়ে ট্রেক করছিলেন। তখনই পা পিছলে লামার পড়ে যান। এথান নীচে নেমে আসেন। অনেক খোঁজাখুজি করেও লামারের কোনও হদিশ মেলেনি। তার পরে থানায় তিনি একটি নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে ওই পাহাড়ের নীচ থেকেই লামারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এথানকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement