Elephant: আবার বানারহাটের সেই রেশন দোকানে হানা হাতির, আটার বস্তা নিয়ে চম্পট

গত ৮ দিনে ৬ বার হাতির হানা একই রেশন দোকানে। বুধবার ভোরে মোগলকাটা চা বাগানের রেশন দোকানে ঢুকে আটার বস্তা তুলে নিয়ে যায় হাতি।

নিজস্ব সংবাদদাতা
ময়নাগুড়ি শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৫:৩১
Share:
Advertisement

খাবারের সন্ধানে আবারও রেশন দোকানে হানা দিল একটি দলছুট হাতি। দরজা ভেঙে দোকানের ভিতরে ঢুকে শুঁড় দিয়ে টেনে বার করল আটার বস্তা। বুধবার ভোর রাতের ঘটনা বানারহাটের মোগলকাটা চা-বাগান এলাকায়। ওই একই দোকানে এর আগেও খাবারের খোঁজে হানা দেয় হাতি।

এই নিয়ে গত আট দিনে ছ’বার হাতির হানা একই রেশন দোকানে। বুধবার ভোর চারটে নাগাদ মোগলকাটা চা-বাগান এলাকার ওই রেশন দোকানটিতে হাতি ঢুকে আটার বস্তা তুলে নিয়ে যায়। এর পর বাগান শ্রমিকদের ঘরের পিছনে থাকা একটি গাছ থেকে কাঁঠাল পেড়েও খায় হাতিটি। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে শ্রমিক মহল্লায়। আশঙ্কা, এর পর হাতিটি স্থানীয়দের বাড়িতে বা সেখানকার স্কুলের মিড ডে মিলের ঘরেও হানা দিতে পারে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, গুদাম এবং রেশন দোকানটি সরিয়ে ফেলা হোক। তাঁদের আরও দাবি, বনকর্মীরা ওই এলাকায় টহলদারি দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement