Elephants

জানালা ভেঙে শুঁড় বাড়িয়ে হাঁড়ি তুলে নিয়ে গেল দাঁতাল, জলপাইগুড়ির পুলিশ ক্যাম্পে হাতির হানা

খাবারের সন্ধানে পুলিশ ক্যাম্পে হানা দিল দাঁতাল। জানালা ভেঙে শুঁড় বাড়িয়ে ঘর থেকে হাঁড়ি তুলে নিয়ে গেল বুনো হাতি। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির মরাঘাট রেঞ্জের খুট্টিমারি বিটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৬
Share:

পুলিশ ক্যাম্পে হাতির হানা। — ফাইল চিত্র।

খাবারের সন্ধানে পুলিশ ক্যাম্পে হানা দিল দাঁতাল। জানালা ভেঙে শুঁড় বাড়িয়ে ঘর থেকে হাঁড়ি তুলে নিয়ে গেল বুনো হাতি। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির মরাঘাট রেঞ্জের খুট্টিমারি বিটে। পরে পুলিশকর্মীরা ওই দাঁতালটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন।

Advertisement

শনিবার রাত ১টা। আচমকা বিকট আওয়াজ শুনতে পান খুট্টিমারি বিটের কর্মীরা। সেখানে ছিলেন এসএপি-র ১০ নম্বর ব্যাটালিয়নের পুলিশ কর্মীরাও। তাঁরা বনকর্মীদের কাজে সহযোগিতার জন্য নিযুক্ত রয়েছেন। আওয়াজ শুনে বাইরে এসে পুলিশকর্মীরা দেখতে পান, মরাঘাট জঙ্গল থেকে বেরিয়ে পুলিশ ক্যাম্পের পিছন দিকের একটি জানলা ভেঙে শুঁড় ঢুকিয়ে দিয়েছে একটি বুনো হাতি। শুঁড়ে করে হাতিটিকে একটি হাঁড়ি তুলে নিয়ে যেতেও দেখা যায়। পরে সেই হাঁড়ি থেকে খাবার খেতেও দেখা যায় দাঁতালটিকে।

হাঁড়ি তুলে নিয়ে যাচ্ছে হাতি। — নিজস্ব চিত্র।

দাঁতালের এই কীর্তি ক্যামেরাবন্দি করেন অনেকেই। পুলিশকর্মীদের চেঁচামেচিতে হাতিটি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পরে মরাঘাট রেঞ্জের বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা বাজি ফাটিয়ে দূরে সরিয়ে দেন হাতিটিকে। মরাঘাট রেঞ্জ অফিস সূত্রে জানা গিয়েছে, ওই হাতিটির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement