মাইকিং করেও ভরল না গ্যালারি

নিষ্প্রভ ডার্বি ম্যাচের জন্যই ইস্টবেঙ্গল-লাজং ম্যাচে মাঠে লোক এলেন না বলে মনে করছেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। লাল-হলুদের হোম গ্রাউন্ড শিলিগুড়িতে ম্যাচের সংগঠন ইস্টবেঙ্গল। তবে তারা বুধবার লাজং ম্যাচের আয়োজনের দায়িত্ব এবং লাভক্ষতির বিষয়টি তুলে দিয়েছিলেন মহকুমা ক্রীড়া পরিষদের হাতেই।

Advertisement

সৌমিত্র কুণ্ডু

শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০২:০২
Share:

গ্যালারির কিছু অংশে উৎসাহী দর্শক থাকলেও ডার্বির মতো ভিড় হল না ইস্ট-লাজং ম্যাচে। নিজস্ব চিত্র

নিষ্প্রভ ডার্বি ম্যাচের জন্যই ইস্টবেঙ্গল-লাজং ম্যাচে মাঠে লোক এলেন না বলে মনে করছেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। লাল-হলুদের হোম গ্রাউন্ড শিলিগুড়িতে ম্যাচের সংগঠন ইস্টবেঙ্গল। তবে তারা বুধবার লাজং ম্যাচের আয়োজনের দায়িত্ব এবং লাভক্ষতির বিষয়টি তুলে দিয়েছিলেন মহকুমা ক্রীড়া পরিষদের হাতেই। সেই মতো মাইকিং করে লোকটানার চেষ্টাও করে ক্রীড়া পরিষদ। তবে তাতে তেমন সাড়া মেনেনি বলে কর্মকর্তাদের একাংশ জানিয়েছেন।

Advertisement

তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতো টিকিটের দামও একটা বড় কারণ হয়ে উঠেছে বলে কর্মকর্তাদের অনেকেই দাবি করেছেন। ক্রীড়া পরিষেদর ফুটবল সচিব মানস দে বলেন, ‘‘টিকিট বিক্রি নিয়ে আমরা আশাবাদী ছিলাম। কিন্তু ডার্বি ম্যাচ দেখতে এসে ম্যাচ দেখে অনেকেই হতাশ হয়ে ফিরে গিয়েছেন। এ দিন ম্যাচ দেখতে স্বাভাবিক কারণেই তাঁরা উৎসাহ হারান। না হলে উত্তরবঙ্গে লাল-হলুদের প্রচুর সমর্থক রয়েছে। অথচ সেই ভাবে দর্শক টানতে পারেনি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম।’’ রবিবার ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বি ম্যাচ গোল শূন্য ছিল।

এ দিন ফোসিন গ্যালারি এবং তার দুই পাশে কিছুটা ভিড় ছিল। কিন্তু সাই কেন্দ্রের দিকে গ্যালারি, মাঠের পূর্ব দিকের গ্যালারিতে লোক ছিল খুবই কম। তুলনায় দক্ষিণ দিকের গ্যালারিতে বেশ কিছু সমর্থক ভিড় করেছিলেন। তারা ঢাক, ঢোল, ব্যান্ডপার্টি নিয়েও হাজির হয়েছিলেন। কিন্তু ইস্টবেঙ্গল জিততে না পারায় উচ্ছ্বাস অনেকটাই চুপসে গিয়েছে।

Advertisement

সকাল থেকেই কাউন্টার খোলা থাকলেও এ দিন ভিড় তেমন ছিল না। ডার্বির মতো এই ম্যাচের চাহিদা থাকবে না তা আগেও বুঝেছিলেন কর্মকর্তারা। সে কারণে ডার্বির থেকে কমিয়ে টিকিটের দাম রাখা হয়েছে ৪০০, ৩০০, ২০০, ২৫০ এবং ১০০ টাকা। কিন্তু তাতেও সাড়া মেলেনি। যেটুকু টিকিট বিক্রি হয়েছে তার মধ্যে ২০০ এবং ১০০ টাকার টিকিটই বেশি বলে ক্রীড়া পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন। ডার্বি ম্যাচে ভিভিআইপি গ্যালারির টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হয়নি। লাজং-ইস্টবেঙ্গল ম্যাচে ওই গ্যালারির টিকিটও মিলছে কাউন্টার থেকেই। তবে খুব কমই ৪০০ টাকা দিয়ে এই ম্যাচ দেখতে ভিভিআইপি গ্যালারির টিকিট কিনেছেন। শেষে কর্মকর্তারা নিজেদের লোকদের অনেককে ডেকেও দিয়েছেন।

মঙ্গলবার স্টেডিয়ামের কাউন্টার থেকে লক্ষাধিক টাকার টিকিট বিক্রি হওয়ায় দর্শকের উপস্থিতি নিয়ে আশায় বুক বেঁধেছে শিলিগুডি় মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। ডার্বি দেখার পর দুই দিন ফাঁকা থাকায় বাইরে থেকে আসা সমর্থকদের অনেকে ডুয়ার্স-পাহাড়ে ঘুরতে গিয়েছেন। ইস্টবেঙ্গল-লাজং ম্যাচ দেখতে তাদের অনেকে এসেছেন। তাতেও জমেনি গ্যালারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন