মোদীর সঙ্গে কি দেখা হবে, প্রশ্ন

মালদহে অমিত শাহের সভায় গিয়েও তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ মেলেনি। ময়নাগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় কি দাড়িভিটে নিহত তাপস বর্মণ ও রাজেশ সরকারের পরিবার যাবে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুর শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০৫
Share:

মালদহে অমিত শাহের সভায় গিয়েও তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ মেলেনি। ময়নাগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় কি দাড়িভিটে নিহত তাপস বর্মণ ও রাজেশ সরকারের পরিবার যাবে? যদিও দুই পরিবারই জানিয়েছে, তারা এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।

Advertisement

বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী অবশ্য বুধবার জানিয়েছেন, রাজ্যে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গে আসছেন। দাড়িভিটে নিহতদের দুই পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করানো কখন কিভাবে সম্ভব, তা নিয়ে কৈলাসের সঙ্গে তিনি কথা বলবেন। যদিও দলের অন্য একটি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সভায় তাঁর সঙ্গে ওই দুই পরিবারের দেখা করানোর কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি। সম্প্রতি অমিত শাহ মালদহে জনসভা করলেও সেখানে নিহতদের পরিবারের লোকেদের সঙ্গে তাঁর দেখা হয়নি। তা নিয়েও এলাকায় নানা মহলে প্রশ্ন উঠেছিল।

নিহত তাপসের মা মঞ্জু বর্মণ বলেন, ‘‘এখনও পর্যন্ত এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি। বিজেপির পক্ষ থেকে এখনও আমাদের কিছু জানানো হয়নি। যদি কোনও সিদ্ধান্ত হয়, তা হলে নিশ্চয় পুরো বিষয়টি জানানো হবে।’’ নিহত রাজেশের মা ঝর্না সরকার বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়টি এখনও ঠিক হয়নি। কারও সঙ্গে কোনও আলোচনাও হয়নি। কোনও সিদ্ধান্ত হলে সে বিষয়টি নিয়ে জানানো হবে।’’ তাপস ও রাজেশের পরিবারের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা এমনিতেই প্রকাশিত। কিন্তু তারপরেও কোনও বড় নেতার সভায় না যাওয়ায় তা নিয়ে প্রশ্নও উঠছিল। তৃণমূলের পণ্ডিতপোতা ২ অঞ্চল কমিটির সভাপতি সুবোধ মজুমদার বলেন, ‘‘নির্বাচন আসছে। এখন মোদী, শাহ অনেকেই আসবেন। নিহত পরিবারের সদস্যেরা কোথায় কার সঙ্গে দেখা করবেন সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন