Migrant Workers Harassment

ঘরে ফিরলেন দক্ষিণ দিনাজপুরের অন্তত ২৫০ জন পরিযায়ী শ্রমিক

সোমবার সন্ধ্যায় বুনিয়াদপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের রাঙাপুকুর এলাকা থেকে প্রায় ২০০ থেকে ২৫০ জন পরিযায়ী শ্রমিক তিনটি নাইট সার্ভিস বাস রিজার্ভ করে ফিরেছেন নিজেদের বাড়িতে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ২৩:৩২
Share:

—প্রতীকী চিত্র।

দিল্লি ও হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া দক্ষিণ দিনাজপুরের বহু পরিযায়ী শ্রমিক বর্তমানে ঘরে ফিরতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে পুলিশ প্রশাসনের কড়া ধরপাকড় ও ভয়ভীতি প্রদর্শনের ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। অভিযোগ, অনেক ক্ষেত্রেই বৈধ পরিচয়পত্র ও কাজের কাগজ থাকা সত্ত্বেও শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটছে বলে দাবি।

Advertisement

সোমবার সন্ধ্যায় বুনিয়াদপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের রাঙাপুকুর এলাকা থেকে প্রায় ২০০ থেকে ২৫০ জন পরিযায়ী শ্রমিক তিনটি নাইট সার্ভিস বাস রিজার্ভ করে ফিরেছেন নিজেদের বাড়িতে। শুধু ফিরে আসাই নয়, তাঁরা দিল্লিতে থাকা নিজের ভাড়া বাড়ি বা ঠিকা ঘর থেকে যাবতীয় সংসারের জিনিসপত্র – বিছানা, আসবাব, বাসনও বাসের ছাদে চাপিয়ে নিয়ে এসেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে থেকে এই শ্রমিকেরা দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ-সহ বিভিন্ন শিল্পাঞ্চলে নির্মাণ কাজ, দোকান বা ছোট কারখানায় কাজ করতে গিয়েছিলেন। কয়েক জন অটো ও ই-রিকশা চালিয়েও সংসার চালাতেন। কিন্তু সম্প্রতি পুলিশি তৎপরতা হঠাৎ বেড়ে যাওয়ায় এবং গ্রেফতারির আশঙ্কায় অনেকেই স্বেচ্ছায় কাজ ছেড়ে গ্রামে ফিরেছেন। পরিযায়ীদের এই ফিরে আসা এক দিকে যেমন পরিবারের কাছে স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে কর্মসংস্থানের অনিশ্চয়তা নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement