শিলিগুড়িতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় রক্তারক্তি! —নিজস্ব ছবি।
নিরাপত্তারক্ষীর বন্দুক মাটিতে পড়ে গিয়ে বেরিয়ে গেল গুলি। ব্যাঙ্কের ভিতর রক্তারক্তি কাণ্ডে শোরগোল শিলিগুড়ি মহকুমার বিধাননগরে। জখম হয়েছেন অন্তত পাঁচ জন।
মঙ্গলবার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিলিগুড়ির বিধাননগর শাখায় গ্রাহকেরা টাকা তোলা এবং জমা দেওয়ার কাজ করছিলেন। কেউ পাসবই আপডেটের জন্য ব্যাঙ্কে গিয়েছিলেন। ঠিক তখনই দুর্ঘটনা হয়।
স্থানীয় সূত্রে খবর, ব্যাঙ্কের এক নিরাপত্তারক্ষীর বন্দুক মেঝেতে পড়ে গুলি ছোটে। তাতে শিশু-সহ ৫ জন গুলিবিদ্ধ হন। বিকট শব্দ এবং চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়েরা জড়ো হন। গোটা পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিধাননগর পুলিশ ফাঁড়িতে। কিছু ক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম পাঁচ জনকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে সেখান থেকে সকলকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করে দেওয়া হয়। ওই ব্যাঙ্কে যান পুলিশ আধিকারিকেরা। বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক বিশ্বজিৎ দত্ত বলেন, ‘‘পাঁচ জনের শরীরেই গুলি লেগেছে। সকলকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। জখমদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ছাড়া দু’জন মহিলা এবং দু’জন পুরুষ জখম হয়েছেন। সকলের পায়ে গুলি লেগেছে।
ব্যাঙ্কের কাজে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ নুরুল হক। তাঁর ভাই জাহিরুল হক বলেন, ‘‘দাদা ব্যাঙ্কে গিয়েছিল। এর পরেই আমাকে ফোন করা হয় যে, তার গুলি লেগেছে। কী ভাবে এই গুলি লাগল, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দাদার চিকিৎসা চলছে।’’
নকশালবাড়ির এসডিপিও সৌম্যজিৎ রায় জানান, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে নিরাপত্তারক্ষীর বন্দুক মাটিতে পড়েই গুলি চলেছে। তিনি বলেন, ‘‘আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।’’