Siliguri ATM Loot

সাত মিনিটের অপারেশনেই সব শেষ, চুরি লক্ষ লক্ষ টাকা! শিলিগুড়িতে কী ভাবে এটিএম লুট করে পালাল দুষ্কৃতীরা?

শিলিগুড়ির চম্পাশরীর মিলন মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে অঝোরে বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ২৩:৪১
Share:

এটিএম থেকে টাকা লুঠ। নিজস্ব চিত্র।

জলপাইগুড়ির ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনার রেশ কাটতে না-কাটতে এ বার শিলিগু়ড়িতেও একই ঘটনা ঘটে গেল। মাত্র সাত মিনিটের অপারেশনের লক্ষ লক্ষ টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা।

Advertisement

শিলিগুড়ির চম্পাশরীর মিলন মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে অঝোরে বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। তার মধ্যেই রাতে আড়াইটে নাগাদ একটি সাদা রঙের গাড়ি এসে এটিএমের সামনে থামে। গাড়ি থেকে চার জন বেরিয়ে এসে এটিএমে ঢুকে গ্যাসকাটার দিয়ে যন্ত্রটি ভেঙে টাকা লুট করে পালিয়ে যান। চার জনেরই মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।

প্রত্যক্ষদর্শী নিমাই শীল বলেন, ‘‘মেয়ের পরীক্ষা চলছে। রাত জেগে পড়ছিল। তাই আমিও জেগেছিলাম। আড়াইটে নাগাদ দেখি পাড়ার এটিএম লুট করছে চার জন। আমি ১০০ নম্বরে ফোন করেছিলাম। কিন্তু ফোন লাগেনি। তত ক্ষণে কাজ সেরে পালিয়েছে দুষ্কৃতীরা। মেরেকেটে মাত্র সাত মিনিটের মধ্যেই ওরা এটিএম লুট করেছে। পরে পুলিশ, দমকল আসে।’’

Advertisement

পুলিশ সূত্রে খবর, সব মিলিয়ে ১১ লক্ষ টাকা লুট হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা যে গাড়ি করে এসেছিল, সেটির নম্বর ভুয়ো বলেই অনুমান করা হচ্ছে। ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ‘‘গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement