সভায় আসার পথে গাড়িতে ‘হামলা’

কোচবিহার রাসমেলার ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই দ্বন্দ্বের অভিযোগ উঠল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ০৫:৫৮
Share:

এই গাড়িতেই হামলা চালানো হয় বলে অভিযোগ। নিজস্ব চিত্র

কোচবিহার রাসমেলার ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই দ্বন্দ্বের অভিযোগ উঠল।

Advertisement

সভায় আসার সময় মূল তৃণমূলের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ নন্দীর গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার দিনহাটা ২ ব্লকের নয়ারহাট গোবড়াছড়া অঞ্চলের গোবড়াছড়া বাজারের ঘটনা।

সভা উপলক্ষে গোবড়াছড়া বাজারে পাঁচটি গাড়ি পাঠানো হয়েছিল বলে মূল তৃণমূলের দাবি। ঘটনার পর নয়ারহাট গোবড়াছড়া অঞ্চলের কার্যকরী সভাপতি বাবলা নন্দী বলেন, ‘‘গাড়িগুলিতে দলের পতাকা থাকায় বিশ্বজিৎবাবু ও তাঁর স্ত্রীকে হেনস্থা করা হয়। ভাঙচুর করা হয় তাঁর নতুন গাড়িতেও।’’ তৃণমূল যুবর নামধারী কিছু দুষ্কৃতী এই ঘটনা ঘটায় বলে তাঁর অভিযোগ। বিষয়টি নিয়ে যুব তৃণমূলের দিনহাটা-২ ব্লক সভাপতি আরিফ হোসেন বলেন, ‘‘এই ঘটনার সাথে যুব সংগঠনের কোনও সম্পর্ক নেই। কিছু দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে।’’

Advertisement

বিষয়টি নিয়ে দিনহাটার এসডিপিও উমেশ গণপত বলেন, ‘‘গাড়ি ভাঙচুর নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement