পাচারের চেষ্টা, ধৃত

গরু পাচারের চেষ্টার অভিযোগে এক ট্রাকচালককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে পুলিশের নাকা তল্লাশির সময়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০৩:৫৫
Share:

গরু পাচারের চেষ্টার অভিযোগে এক ট্রাকচালককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে পুলিশের নাকা তল্লাশির সময়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ ইউসুফ আলি। তাঁর বাড়ি ইসলামপুর থানার ধনতলা এলাকায়।

Advertisement

এ দিন ওই ব্যক্তি সাতটি গরু একটি ট্রাকে চাপিয়ে বিহারের কিষানগঞ্জ থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ সেই ট্রাকটিকে আটক করে গরুর বৈধ মালিকানার নথি ও গরু নিয়ে যাওয়ার সরকারি ছাড়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে ট্রাকসহ গরুগুলিকে আটক করে। এই ব্যক্তিকে জেরা করে গরু পাচারের বড় চক্র ধরা সম্ভব হবে বলে পুলিশ মনে করছে।

পুলিশ ধৃতের বিরুদ্ধে চুরি ও প্রাণী ক্লেশ নিবারণ আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। ধৃতকে এ দিন ইসলামপুরের মুখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে পুলিশ সূত্রের খবর।

Advertisement

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ইউনুস ওই দিন কিষাণগঞ্জ থেকে গরুগুলিকে ইসলামপুর বা গোয়ালপোখরের কোনও সীমান্ত দিয়ে বেআইনিভাবে বাংলাদেশে পাচারের ছক করেছিলেন।

জেলা পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌরের দাবি, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গরু পাচারে বাকি অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। তিনি বলেন, ‘‘ওই ব্যক্তি গরুর বৈধ মালিকানার নথি ও গরু পরিবহণের সরকারি ছাড়পত্র দেখাতে পারেননি। তাই তাঁর বিরুদ্ধে আপাতত চুরি ও প্রাণীক্লেশ আইনে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন