জামিন না-মঞ্জুর গাড়ি চালকের

তরুণীকে কটূক্তি ও মারধরের ঘটনায় ধৃত গাড়ি চালক বিক্রমজিৎ সাহা ওরফে বান্টিকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত৷ এ দিন জলপাইগুড়ির ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ রায় এই নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০৩:১১
Share:

আদালত চত্বরে আনা হচ্ছে ধৃত বান্টিকে। —নিজস্ব চিত্র।

তরুণীকে কটূক্তি ও মারধরের ঘটনায় ধৃত গাড়ি চালক বিক্রমজিৎ সাহা ওরফে বান্টিকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত৷ এ দিন জলপাইগুড়ির ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ রায় এই নির্দেশ দেন। ওই গাড়ি চালকের মারে জখম তরুণী এ দিন হাসপাতাল থেকে ছাড়া পান৷

Advertisement

বৃহস্পতিবার স্কুটি চালিয়ে দিদির বাড়ি থেকে ফিরছিলেন ওই তরুণী৷ অভিযোগ, কদমতলা বাস স্ট্যান্ডের কাছে গাড়ি ঘোরানোর সময় বান্টি ওই তরুণীকে কটূক্তি করে৷ স্কুটির পেছনে থাকা ওই তরুণীর বন্ধু এর প্রতিবাদ করলে বান্টি গাড়ি নিয়ে তাদের পিছু দাওয়া করে৷ কদমতলা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ওই তরুণীর বন্ধুকে প্রথমে বেধড়ক মারধর করে সে৷ তরুণী তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। চোখের পাশে আঘাত পান ওই তরুণী ৷ তাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷

ওইদিন বিকেলেই বান্টিকে গ্রেফতার করে পুলিশ৷ তার বিরুদ্ধে ৩২৩, ৩২৫, ৩৪১, ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়৷ এরমধ্যে ৩৫৪, অর্থাৎ শ্লীলতাহানির অভিযোগের ধারাটি জামিন অযোগ্য বলে পুলিশ কর্তারা জানান৷ এ দিন বান্টিকে আদালতে তোলা হলে তার আইনজীবী সন্দীপ দত্ত আদালতে জামিনের আবেদন জানান ৷ সন্দীপবাবুর কথায়, ‘‘বান্টি সম্পুর্ণ নির্দোষ ৷ বরং ওই তরুণী নিজেই স্কুটি নিয়ে তার গাড়িতে ধাক্কা মারে ও গালিগালাজ করে৷ এরপর বান্টি পিছু ধাওয়া করে তাদের ধরলে তরুণী হেলমেট দিয়ে বান্টিকে মারধর করেন।’’ কিন্তু সরকারি আইনজীবী সিন্ধুকুমার রায় আদালতে বলেন, ‘‘এফআইআর অনুযায়ী অভিযুক্তর বিরুদ্ধে ওই তরুণীকে কটূক্তি ও মারধরের সরাসরি অভিযোগ উঠেছে ৷ যার জেরে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ৩৫৪ নম্বর ধারাও দেওয়া হয়েছে৷’’ দু’ পক্ষের বক্তব্য শোনার পর আদালত বান্টির জামিনের আবেদন খারিজ করে দেন৷

Advertisement

সিন্ধুবাবু জানিয়েছেন, ৫ জানুয়ারি ফের বান্টিকে আদালতে তোলা হবে ৷ এ দিকে বান্টির বোন এ দিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ওই তরুণী ও তার বন্ধুর বিরুদ্ধে পাল্টা একটি অভিযোগ দায়ের করেন৷ যদিও তরুণীর বন্ধু ওই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন