আকাশে আগুনের দলা

একসঙ্গে তিনটে বাজ পড়লে যতটা জোরে শব্দ হওয়া উচিত, ততটাই তীব্র আওয়াজে কেঁপে উঠেছিল চারপাশ। বুকটা ধড়াস করে উঠেছিল শব্দ শুনে। চমকে ঘাড় ঘোরাতেই দেখি, আকাশ থেকে আগুনের দলা গড়িয়ে পড়ছে।

Advertisement

ধীরেন রায়

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৬ ০২:০৪
Share:

একসঙ্গে তিনটে বাজ পড়লে যতটা জোরে শব্দ হওয়া উচিত, ততটাই তীব্র আওয়াজে কেঁপে উঠেছিল চারপাশ। বুকটা ধড়াস করে উঠেছিল শব্দ শুনে। চমকে ঘাড় ঘোরাতেই দেখি, আকাশ থেকে আগুনের দলা গড়িয়ে পড়ছে।

Advertisement

কিছু বুঝে ওঠার আগেই মাঠ ছেড়ে পালাতে শুরু করেছিলাম। আমার বাইক মাঠের পাশে ছিল। কিন্তু আপনি বাঁচলে তবে তো বাইক। অনেকটা দৌড়ে যাওয়ার পরে পিছনে ঘুরে দেখি আগুনের দলা আর নেই। মাঠের একপাশে প্রকাণ্ড কিছু একটা পড়েছে এবং তার থেকে গলগল করে ধোয়া বের হচ্ছে। ভাল করে ঠাওর করতেই দেখি, আরে এটা তো সেই হেলিকপ্টারটা যেটা কিছুক্ষণ আগে উড়ে গিয়েছিল। ওড়ার সময়ে খুব নীচ দিয়ে যাওয়ায় ভিতরে জওয়ানদেরও দেখতে পাই। সেটাই এখন জ্বলছে!

সেনা ছাউনির পাশে কাজ, রোজই কপ্টার ওঠা-মানা চোখে পড়ে। তবু কপ্টার বা বিমানের শব্দ শুনলেই ছোটবেলার অভ্যেসবশত ঘাড় ঘুরে যায়। এ দিনও তাই হয়েছিল। যে ভাবে সেই আগুনের দলা নেমে এল আকাশ থেকে, সেটা লোকালয়ে পড়লে কী হতো, ভাবলেই শিউরে উঠতে হয়। আর শিউরে উঠছিলাম জওয়ানদের কথা ভেবে। বেচারা!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন