banarhat

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন বানারহাটের তরুণী

দিন কয়েক আগে ২৭ বছরের ওই তরুণীর প্রসব বেদনা শুরু হওয়ায় তাঁকে মাল হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করানো হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালবাজার শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ২১:৪৯
Share:

—নিজস্ব চিত্র।

এক বা দু’জন নয়, একসঙ্গে একেবারে তিন-তিনটি সন্তানের জন্ম দিলেন এক তরুণী। যদিও চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের ঘটনা বিরল নয়। তবে শুক্রবার রাতে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে ওই তিন সন্তানের জন্মের পর রীতিমতো শোরগোল প়ড়ে গিয়েছে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাতে তিন সন্তানের জন্ম দিয়েছেন ধূপগুড়ি ব্লকের বানারহাট এলাকার কারবালা চা বাগানের বাসিন্দা মনমায়া প্রধান নেওয়ার। দিন কয়েক আগে ২৭ বছরের ওই তরুণীর প্রসব বেদনা শুরু হওয়ায় তাঁকে মাল হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার রাতে তিনি তিনটি কন্যাসন্তানের জন্ম দেন। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।

কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, সদ্যোজাত তিন সন্তান-সহ মা সুস্থ রয়েছেন। জন্মের পর তিন সদ্যোজাতকেই স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ)-তে রাখা হয়েছে। এই ঘটনা বিরল না হলেও মাল হাসপাতালে সাম্প্রতিক কালে এমন ঘটনার নজির নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement

একসঙ্গে তিন সন্তান ঘরে আসায় হইচই শুরু হলেও তাদের কী ভাবে মানুষ করবেন, তা ভেবেই চিন্তায় পড়েছেন মনমায়ার স্বামী নিরোজ প্রধান। তিনি বলেন, ‘‘আমি নিতান্তই সাধারণ মানুষ। একসঙ্গে তিন সন্তানকে বড় করাটা আমার পক্ষে বেশ কষ্টকর হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন