Bangladeshi Arrested In Cooch Behar

ভারতীয় মহিলার সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, বাংলাদেশি যুবককে গাছে বেঁধে মার! শেষে গ্রেফতার যুগল

সম্প্রতি স্থানীয় এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে বাংলাদেশি যুবকের। প্রতিবেশীদের অভিযোগ, মহিলার সঙ্গে তাঁর ‘অবৈধ সম্পর্ক’ তৈরি হয়েছিল। ওই অভিযোগে রবিবার কয়েক জন চড়াও হন যুবকের উপর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ২২:৪৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতীয় এক মহিলার সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’-এ জড়িয়েছেন। এই অভিযোগে বাংলাদেশি যুবককে গাছে বেঁধে গণপিটুনি দেওয়ার অভিযোগ কোচবিহারের তুফানগঞ্জে। মারধরের একটি ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তদন্ত নেমে ওই যুবক এবং মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, প্রহৃত যুবক আদতে বাংলাদেশের নাগরিক। পুলিশ খোঁজখবর করে জানিয়েছে, ওই যুবকের নাম মানিক ব্যাপারী। বছর দুয়েক আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন তিনি। কাজের খোঁজে দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন। কিছু দিন আগে পর্যন্ত তিনি কাজের সূত্রে দিল্লিতে ছিলেন। বর্তমানে তুফানগঞ্জে থাকেন। রবিবার তাঁকে গাছে বেঁধে মারধর করেন স্থানীয় কয়েক জন। পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। পরে তাঁকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি স্থানীয় এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে বাংলাদেশি যুবকের। প্রতিবেশীদের অভিযোগ, মহিলার সঙ্গে তাঁর ‘অবৈধ সম্পর্ক’ তৈরি হয়েছিল। ওই অভিযোগে রবিবার কয়েক জন চড়াও হন যুবকের উপর। তাঁকে একটি গাছে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তার পর উদ্ধার করা হয় যুবককে।

Advertisement

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, গত ১৩ এপ্রিল (রবিবার) রাতে তুফানগঞ্জের ধলপল এলাকায় এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে, এই ‘অভিযোগ’ করে একজনকে মারধর করা হয়। পুলিশ জানতে পারে প্রহৃত ব্যক্তি বাংলাদেশি। ২০২৩ সাল থেকে তিনি এ দেশে রয়েছেন। দ্যুতিমান বলেন, ‘‘অবৈধ সম্পর্কের অভিযোগে এক মহিলা এবং এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তুফানগঞ্জে আসার আগে পর্যন্ত ওই যুবক মুম্বইয়ে ছিলেন। আদতে তিনি বাংলাদেশি। তাঁর বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট’-এর ১৪ (এ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement