নুরি টিকিট পেলেন না

গতবার যে আসনে জয়ী হয়েছিলেন তিনি, সেটি এ বার  সংরক্ষণের আওতায়। তাই পাশের আসনটিতে তাঁর নাম প্রস্তাব করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০৩:০৮
Share:

আলেমা নুরি। নিজস্ব চিত্র

টিকিট পেলেন না আলেমা নুরি। টিকিট না পাওয়ার খবর শুনে ভেঙে পড়েছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি।

Advertisement

গতবার যে আসনে জয়ী হয়েছিলেন তিনি, সেটি এ বার সংরক্ষণের আওতায়। তাই পাশের আসনটিতে তাঁর নাম প্রস্তাব করা হয়েছিল। তা খারিজ করে দল। গত বার গোয়ালপোখর ১ ব্লকের ৭ নম্বর আসনে সিপিএম থেকে জয়ী হন আলেমা। পরে তৃণমূলে যোগ দেন এবং সভাধিপতি করা হয়। এ বার তাঁর আসনটি সংরক্ষিত হওয়ার ফলে পাশের ৮ নম্বর আসনে তার নাম প্রস্তাব করা হলেও তা চূড়ান্ত হয়নি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ৮ নম্বর আসনে গোয়ালপোখরের বিধায়ক, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানির ভাই গোলাম রসুলকে প্রার্থী করে। আলেমার পরবর্তী পদক্ষেপ কী হবে তা এ দিন পরিষ্কার হয়নি।

Advertisement

জেলা পরিষদে গোয়ালপোখর-২ ব্লকের চাকুলিয়ার ১৫ নম্বর আসনে প্রার্থী উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক সংসদের প্রাক্তন চেয়ারম্যান জাহিদ আলম আরজুর স্ত্রী নিখাত পারভিন। করণদিঘির বিধায়ক মনোদেব সিংহের স্ত্রী বিপাশা দাস সিংহ করণদিঘির ১৫ নম্বরের প্রার্থী। ১৪ নম্বরের প্রার্থী ব্লক যুব সভাপতি আজাদ আলির স্ত্রী সহর বানু। একাধিক নেতা মন্ত্রীর আত্মীয়রা টিকিট পাওয়ায় দলের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। রব্বানি জানান, সিদ্ধান্ত দলই নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement