বাইক দুর্ঘটনা, শহরে মৃত দুই

দুর্ঘটনার কারণ নিয়ে বাসিন্দারা জাতীয় সড়কের সম্প্রসারণের কাজের কারণকেই দায়ী করেছেন। তাঁদের একাংশের দাবি, জাতীয় সড়কের যে অংশে এ দিন দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে কোনও ডিভাইডার নেই। ফোর লেন তৈরির কাজ শুরু হয়েছে। তার জন্য দু’পাশে গাছও কাটা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ০৩:২১
Share:

আহত: হাসপাতালে জখমরা। নিজস্ব চিত্র

একযোগে দু’টি মোটরবাইক ও একটি স্কুটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন চার জন। শনিবার রাত ১১টা নাগাদ শিলিগুড়ি থানার জলপাইমোড়ে ঘটনাটি ঘটে। জখমরা শিলিগুড়ি হাসপাতালে ভর্তি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দু’টি মোটরবাইক ও একটি স্কুটিতে করে ৩১-ডি জাতীয় সড়ক ধরে সাত জন আরোহী যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইমোড় থেকে মিলনপল্লির রাস্তার মুখে এই বিপত্তি ঘটে। কারও কারও দাবি, ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোটরবাইকগুলি নিজেদের মধ্যে ধাক্কা খাওয়ায় দুর্ঘটনার জেরে রাস্তায় আরোহীরা ছিটকে পড়েন।

দুর্ঘটনার কারণ নিয়ে বাসিন্দারা জাতীয় সড়কের সম্প্রসারণের কাজের কারণকেই দায়ী করেছেন। তাঁদের একাংশের দাবি, জাতীয় সড়কের যে অংশে এ দিন দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে কোনও ডিভাইডার নেই। ফোর লেন তৈরির কাজ শুরু হয়েছে। তার জন্য দু’পাশে গাছও কাটা হয়েছে।

Advertisement

শুধু তাই নয়, রাস্তার এক ধারে বাজার রয়েছে। এ দিন যেখানে দুর্ঘটনাটি ঘটেছে রাস্তার সে অংশটিও চওড়া নয় বলে বাসিন্দাদের অভিযোগ।

দুর্ঘটনা কী ভাবে ঘটেছে? পুলিশের দাবি, হাসপাতালে আহত দু’জনকে জিজ্ঞাসাবাদ করার পরে তাঁরা জানিয়েছেন, নৌকাঘাট-এনজেপির দিক থেকে দুরন্ত গতিতে স্কুটিটি আসছিল। জলপাইমোড় থেকে উল্টো দিক ধরে যাচ্ছিল দু’টি মোটরবাইক। তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

তবে বেশির ভাগ আরোহীর মাথায় হেলমেট ছিল না বলে পুলিশের দাবি। রাত ১১টার পরে ঘটনাটি ঘটায় এলাকার বাজার, হোটেল, বাণিজ্যিক ভবনগুলি বন্ধ ছিল। এলাকা একেবারেই সুনসান হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে এক জনের নাম মহাদেব রায়। বাড়ি বিন্নাগুড়ি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন