ভুল বোঝাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির

বিজেপির তরফে আগামী ২৩ ডিসেম্বর কলকাতায় ও ২৪ ডিসেম্বর শিলিগুড়িতে মহামিছিল করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০১:৪২
Share:

প্রতীকী ছবি

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বাসিন্দাদের ভুল বোঝাচ্ছে তৃণমূল। তার জেরেই উত্তর দিনাজপুর জেলা জুড়ে অশান্তি বাড়ছে। বৃহস্পতিবার রায়গঞ্জের মহাত্মাগাঁধী রোড এলাকায় দলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুললেন বিজেপির উত্তরবঙ্গের আহ্বায়ক তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র বসু। তাঁর দাবি, নতুন নাগরিক আইন নিয়ে জেলার বাসিন্দাদের ভুল ধারণা ও বিভ্রান্তি কাটাতে ২৫ ডিসেম্বরের পর থেকে জেলার ন’টি ব্লকে একটানা বিভিন্ন কর্মসূচিতে শামিল হবে বিজেপি। রথীনের কথায়, ‘‘নতুন নাগরিক আইন নিয়ে তৃণমূল বাসিন্দাদের ভুল বোঝাচ্ছে। তার জেরেই বাসিন্দাদের অনেকে আতঙ্কিত হয়ে জেলাজুড়ে অশান্তি ছড়াচ্ছেন।’’ এই আইন নিয়ে বাসিন্দাদের ভুল ধারণা ও বিভ্রান্তি কাটাতে আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে বিজেপি জেলার নয়টি ব্লকে একটানা পথসভা, মিছিল ও বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের বোঝানোর কাজ করবে বলে জানিয়েছেন রথীন্দ্র।

Advertisement

ঘটনাচক্রে, এ দিন ওই আইনের সমর্থনে ইসলামপুরের দাড়িভিটে মিছিল করে বিজেপি। রথীন্দ্রর দাবি, নতুন নাগরিকত্ব আইন কার্যকরী হওয়ায় স্থানীয় স্তরে দলীয় নেতা ও কর্মীরা উৎসাহী হয়ে এ দিন ওই মিছিলে শামিল হয়েছেন। তাঁর বক্তব্য, ওই আইন নিয়ে বাসিন্দাদের মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তা কাটাতেই বিজেপির তরফে আগামী ২৩ ডিসেম্বর কলকাতায় ও ২৪ ডিসেম্বর শিলিগুড়িতে মহামিছিল করা হবে। কলকাতার মিছিলে দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি জয়প্রকাশ নাড্ডা ও শিলিগুড়ির মিছিলে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস নেতৃত্ব দেবেন।

এ দিন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘বিজেপি নতুন নাগরিকত্ব আইন কার্যকরী করে এ রাজ্যের বাসিন্দাদের অনুপ্রবেশকারী তকমা দিতে চক্রান্ত শুরু করেছে।

Advertisement

সম্প্রীতি বজায় রাখতে তৃণমূল বাসিন্দাদের সে কথা বোঝানোর কাজ শুরু করেছে। সত্যি কথা সামনে চলে আসায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ওই আইনে কী ভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, রথীন্দ্র বসু সে কথা স্পষ্ট করুন।’’ রথীন্দ্র অবশ্য এ বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি। তাঁর বক্তব্য, ‘‘ওই আইনেই সমস্ত কিছুই বলা রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন