Kaliaganj

মঙ্গলবার ১২ ঘণ্টার কালিয়াগঞ্জ বনধের ডাক বিজেপির

ওই এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। অভিযোগ ওঠে মহিলার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এক অভিযুক্ত গ্রেফতার হলেও বাকিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি তুলেছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালিয়াগঞ্জ শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৬:২১
Share:

মৃত গৃহবধুর বাপেরবাড়ির লোকের সঙ্গে দেখা করেন দেবশ্রী। নিজস্ব চিত্র।

কালিয়াগঞ্জের নসিরহাটে গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার ১২ ঘণ্টার কালিয়াগঞ্জ বনধের ডাক দিল বিজেপি। সম্প্রতি ওই এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। অভিযোগ ওঠে মহিলার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এক অভিযুক্ত গ্রেফতার হলেও বাকিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি তুলেছে বিজেপি। শনিবার মৃতের বাপেরবাড়ির লোকেদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী।

Advertisement

৪ নভেম্বর কালিয়াগঞ্জ শহর লাগোয়া ধনকৈল পঞ্চায়েতের নসিরহাট এলাকার এক গৃহবধূর মৃত্যু হয়। তাঁর বাপেরবাড়ির লোকেরা অভিযোগ করেন, গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। আর এই কাজে যুক্ত ওই গৃহবধুর স্বামী, শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির অন্যান্যরাও। ইতিমধ্যেই পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই ঘটনা নিয়ে গত ১৭ নভেম্বর থেকে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে মঞ্চ বেধে ধর্না বিক্ষোভ চালাচ্ছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন