ভাঙচুর, মারধরের অভিযোগ বিজেপির

মঙ্গলবার বিজেপির কোচবিহার জেলা সভাপতি নিখিলরঞ্জন দে অভিযোগ করেন, ‘‘দিনহাটায় বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহের নেতৃত্বে বিজেপির একটি পার্টি অফিস ভেঙে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ০২:১৭
Share:

গুজরাটে জয়ের পরেই রাজ্যের শাসক দল তৃণমূলের হাতে কর্মীরা আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলল বিজেপি।

Advertisement

মঙ্গলবার বিজেপির কোচবিহার জেলা সভাপতি নিখিলরঞ্জন দে অভিযোগ করেন, ‘‘দিনহাটায় বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহের নেতৃত্বে বিজেপির একটি পার্টি অফিস ভেঙে দেওয়া হয়। বেশ কয়েকজন কর্মীর বাড়িতেও হামলা চালানো হয়।’’ গোসানিমারিতে ও তুফানগঞ্জে ২ বিজেপি কর্মীকে তৃণমূল ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তাঁদের কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূল অবশ্য বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে।

উদয়ন গুহ জানান, বিজেপির ওই পার্টি অফিস বিপজ্জনক অবস্থায় ছিল। কিছু টিন ঝুলে ছিল। নিকাশি নালায় নানা জিনিসপত্র পড়েছিল। পুর আইন মেনেই সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। উদয়ন বলেন, “প্রতিদিন বিজেপি একই অভিযোগ তোলে। বিপজ্জনক অবস্থায় থাকা ওই বাড়িতে কোনও দুর্ঘটনা ঘটলে পুরসভার উপরে দায় পড়বে।’’ এই কারণেই সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। উপযুক্ত প্রমাণ দিয়ে যার জিনিস সে নিয়ে যেতে পারেন বলেও জানিন চেয়ারম্যান। কিন্তু মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।

Advertisement

গুজরাট ও হিমাচল প্রদেশে জয়ের পরে কোচবিহার শহর ও জেলার সর্বত্র মিছিল বের করে বিজেপি সমর্থকরা। আবির, আতসবাজি নিয়ে ময়দানে নামেন বিজেপি কর্মীরা। দিনহাটাতেও দীর্ঘ দিন পরে মিছিল করে বিজেপি। এরপরে সেই রাত থেকেই বিজেপি কর্মীদের উপরে হামলা শুরু হয় বলে অভিযোগ। কৃষ্ণপুরের জীবন সরকার এবং গোসানিমারির সুশীল বর্মন নামে দুই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযোগ দিনহাটার বিজেপি পার্টি অফিস সোমবার রাতে ভাঙা হয়। তারপরে মঙ্গলবার সকালেই পুরসভা থেকে বুলডোজার নিয়ে গিয়ে সব জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন