TMC-BJP

বিজেপিতে যোগ দিয়েই নেতা ফিরলেন তৃণমূলে

শনিবার সন্ধ্যায় বিজেপির ব্লক ও অঞ্চল নেতাদের হাত থেকে পতাকা নিয়ে সে দলে যোগ দেন দেবজিৎ। খবর ছড়িয়ে পড়তেই দেবজিতের বাড়িতে হাজির হন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি সায়ন ঘোষ ও স্থানীয় তৃণমূল নেতা অনুপ প্রধান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ০৬:৩১
Share:

—প্রতীকী চিত্র।

তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পরে ফের শাসক দলে ফিরে এলেন আলিপুরদুয়ারের কালচিনিরলতাবাড়ি পঞ্চায়েতের বুথ সভাপতি দেবজিৎ চক্রবর্তী।

শনিবার সন্ধ্যায় বিজেপির ব্লক ও অঞ্চল নেতাদের হাত থেকে পতাকা নিয়ে সে দলে যোগ দেন দেবজিৎ। খবর ছড়িয়ে পড়তেই দেবজিতের বাড়িতে হাজির হন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি সায়ন ঘোষ ও স্থানীয় তৃণমূল নেতা অনুপ প্রধান। তাঁদের সঙ্গে কথা বলে কয়েক ঘণ্টা পরেই তৃণমূলে ফিরে যান দেবজিৎ। তিনি বলেন, ‘‘আমি ভুল করে বিজেপির একটি বৈঠকে চলে যাই। সেখানে জোর করে নেতারা আমার হাতে ওঁদের দলীয় পতাকা দিয়ে সেই ছবি সমাজমাধ্যমে প্রচার করে দেন। আমি তৃণমূলেই আছি।’’ বিজেপির কালচিনি বিধানসভার আহ্বায়ক অলোক মিত্রের অভিযোগ, ‘‘ওঁকে ভয় দেখিয়ে তৃণমূলে ফেরানো হয়েছে। সাধারণ মানুষ তৃণমূলের গুন্ডা-নীতি বুঝেই বিজেপিতেযোগ দিচ্ছেন।’’

তৃণমূলের লতাবাড়ি অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় দে পাল্টা দাবি করেন, ‘‘এটাই বিজেপির চরিত্র। কোনও মানুষ স্বেচ্ছায় অন্য কোনও দলে যোগদান করতেই পারে। তবে রাতের অন্ধকারে কারও হাতে জোর করে দলীয় পতাকা তুলে দিলেই, তাঁকে দলে যোগ দেওয়া বলে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন