‘আর্মি’ গাড়ি করে পাচার

এত দিন ‘প্রেস’ লেখা গাড়িতে, অ্যাম্বুল্যান্সে পাচার চলছিল। এ বার ‘আর্মি’ লেখা গাড়ি ব্যবহার করে পাচারের নয়া কৌশল ধরা পড়ল গঙ্গারামপুরে। শনিবার এমনই একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ ও প্লাইউড বাজেয়াপ্ত করেছে বিএসএফ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ০৩:১৫
Share:

এত দিন ‘প্রেস’ লেখা গাড়িতে, অ্যাম্বুল্যান্সে পাচার চলছিল। এ বার ‘আর্মি’ লেখা গাড়ি ব্যবহার করে পাচারের নয়া কৌশল ধরা পড়ল গঙ্গারামপুরে। শনিবার এমনই একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ ও প্লাইউড বাজেয়াপ্ত করেছে বিএসএফ।

Advertisement

গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক বিপুল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিএসএফ আমাদের উদ্ধার হওয়া সামগ্রী তুলে দিয়েছে। তদন্ত শুরু হয়েছে।’’

পুলিশ ও বিএসএফ সূত্রের খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের হামজাপুর সীমান্ত চৌকির জওয়ানেরা শিববাড়িতে একটি ছ’চাকার ট্রাক আটক করে। ‘আর্মি’ লেখা সেই ট্রাক থেকে ৯ হাজার নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

Advertisement

সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার সিরাপ ও প্লাইউড মিলেছে। ঝাড়খণ্ডের নম্বর দেওয়া ট্রাকটির চালক পালিয়ে যায়। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ। শনিবার ওই নিষিদ্ধ সিরাপ-সহ গাড়িটি গঙ্গারামপুর থানার পুলিশের কাছে তুলে দিয়েছে বিএসএফ।

সূত্রের খবর, এই বিপুল পরিমাণ সিরাপ বাংলাদেশে পাচার করা হচ্ছিল। বিএসএফের চোখে ধুলো দিতে অ্যাম্বুল্যান্সে করে সিরাপ পাচারের ঘটনা এর আগে প্রকাশ্যে এসেছিল। গাড়িতে ‘প্রেস’ স্টিকার লাগিয়েও পাচারকারীরা বাংলাদেশে সিরাপ পাচার করতে অভিনব কৌশল নিয়েছিল।

এ বার একেবারে ‘আর্মি’ লেখা গাড়িতে পাচার হওয়ায় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের চোখ কপালে উঠেছে। কী ভাবে কারা এই পাচারের সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement