PM Narendra Modi in North Bengal

মোদীর সভায় যাওয়ার পথে কোচবিহারে বিজেপি কর্মীদের ‘বাস ভাঙচুর’! পদ্মশিবিরের অভিযোগ অস্বীকার তৃণমূলের

অভিযোগ, বিজেপি কর্মীদের নিয়ে বাসটি দিনহাটার শিমুলতলায় পৌঁছোলে তৃণমূলের কয়েক জন বাসটি আটকে ভাঙচুর করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১২:২৯
Share:

কোচবিহারের দিনহাটায় এই বাসে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। —নিজস্ব চিত্র।

আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার সময় বিজেপি কর্মীদের বাস ভাঙচুর করার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে প্রশাসনিক মঞ্চ থেকে সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন। তার পর বিকেল ৩টে নাগাদ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক মঞ্চের অদূরে রাজনৈতিক সভার মঞ্চে উঠবেন মোদী। জোড়া সভায় যোগ দিতে কোচবিহারের থেকে বাসে চেপে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, বাসটি দিনহাটার শিমুলতলায় পৌঁছোলে তৃণমূলের কয়েক জন বাসটি আটকে ভাঙচুর করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

অন্য দিকে, কোচবিহারের দেওয়ানহাট বালাসী থেকে আলিপুরদুয়ারের উদ্দেশে যাওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকদের আরও একটি বাস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, তৃণমূলের কর্মী-সমর্থকেরা দেওয়ানহাট সব্জিবাজারের কাছে বাস আটকে ভাঙচুর চালান। এ ক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

মোদীর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে শীতলখুচিতেও। শীতলখুচি ব্লকের কদমতলা এলাকায় বিজেপি কর্মীদের টোটো থেকে নামিয়ে মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় তিন জন গুরুতর আহত হন। তাঁদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একটি টোটোয় চেপে ছ’জন বিজেপি কর্মী মোদীর সভায় যাচ্ছিলেন। অভিযোগ, কদমতলা এলাকায় তৃণমূলের লোকজন তাঁদের টোটো থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন। ঘটনায় তিন জন গুরুতর আহত হন।

এই প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন, “বুধবার রাত থেকে দিনহাটা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে। দিনহাটা থেকে প্রচুর দলীয় কর্মী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগদান করবেন। তাই দিনহাটার মন্ত্রীর উস্কানিতেই তৃণমূলের গুন্ডাবাহিনী বাস আটকে ভাঙচুর করে।” দিনহাটার মন্ত্রী বলতে স্থানীয় বিধায়ক উদয়ন গুহকে কটাক্ষ করেন বিজেপি নেতা।

অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, “এই ঘটনাগুলির সঙ্গে আমাদের কোনও দলীয় কর্মী যুক্ত নন। স্থানীয় কোনও গন্ডগোল বা ঝামেলা হতে পারে। পুলিশ-প্রশাসন বিষয়টি দেখছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement