ওয়েব ডিজাইনিং-এর প্রশিক্ষণ দিতে কেন্দ্র চালু হল দিশা ওয়েব এক্সপার্ট। রবিবার কলেজপাড়ায় সচিন সরকার সরণিতে ওই কেন্দ্রের উদ্বোধন হয়। সংস্থার কর্ণধার অভিজিৎ দাস জানান, ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রজেক্ট তৈরির কাজেও এই কেন্দ্র সহায়তা করবে। সেই সঙ্গে কেন্দ্রের তরফেই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে।