জট রুখতে বদল ঢোকা, বেরনোয়

স্টেশন সংলগ্ন ডাক বাংলোতে অস্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে আগামী শনিবার। সে দিন নিরাপত্তার কারণে আদালত ভবনের পাশ দিয়ে যাওয়া রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে কয়েক ঘণ্টা।

Advertisement

বিল্টু সূত্রধর

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৫:২৬
Share:

গ্রাফিক।

সার্কিট বেঞ্চের উদ্বোধনের দিন টাউন স্টেশন থেকে যাত্রীদের বেরনোর মুখ ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। দু’ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে স্টেশন বাজারও। স্টেশন সংলগ্ন ডাক বাংলোতে অস্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে আগামী শনিবার। সে দিন নিরাপত্তার কারণে আদালত ভবনের পাশ দিয়ে যাওয়া রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে কয়েক ঘণ্টা।

Advertisement

আদালত ভবনের পাশেই রয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশন। দুপুর একটায় শুরু হবে অনুষ্ঠান। প্রশাসন সূত্রের খবর, ঘণ্টা দেড়েক আগে থেকেই ভিভিআইপিরা আসা শুরু করবেন। এ দিকে টাউন স্টেশনে সকাল দশটা থেকে পরপর প্যাসেঞ্জার ট্রেন ঢোকে। সে সময়টা শয়ে শয়ে যাত্রী বের হন স্টেশন থেকে। সাধারণ দিনে ট্রেন ঢোকার পরে পুরো আদালত চত্বর জটে আটকে যায়। কিন্তু উদ্বোধনের দিন কোনও ঝুঁকি নিতে রাজি নয় জেলা পুলিশ। স্টেশনের মূল পথ দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে তারা। তার বদলে যাত্রীদের ওভারব্রিজ পেরিয়ে উল্টোদিকের প্ল্যাটফর্ম দিয়ে বের হতে হবে। নয়তো ঘুর পথে যাতায়াত করতে হবে।

টাউন স্টেশনের মূল পথ থেকে বেঞ্চের উদ্বোধন স্থলের দূরত্ব ৫০ মিটারও নয়। স্টেশনের পাশেই বড় এলাকা জুড়ে রয়েছে বাজার। বাজারের উল্টো দিকেই বেঞ্চের মূল ফটক। সে কারণেই এই সিদ্ধান্ত। শুধু যানজট নয় নিরাপত্তা নিয়ে ঝুঁকিও রয়েছে বলে দাবি পুলিশের। স্টেশনের মূল গেটের উল্টোদিকের প্ল্যাটফর্ম দিয়ে জয়ন্তীপাড়া হয়ে বের হওয়া যায়। ওভারব্রিজ টপকে যাত্রীদের সেই প্ল্যাটফর্মে যেতে হবে। জয়ন্তীপাড়ার রাস্তা ধরে তিন নম্বর ঘুমটি হয়ে যাত্রীরা ডান দিকে কদমতলা ও বাঁ দিকে পান্ডাপাড়া অথবা শহরের অন্য প্রান্তে যেতে পারবেন। স্টেশনের উল্টোদিকের রাস্তা ব্যবহার করে আদরপাড়া ও রেসকোর্স পাড়া হয়ে সদর হাসপাতাল বা থানা মোড়ে আসতে পারবেন। স্টেশনের রাস্তার মুখ দু’ঘণ্টার জন্য বিপরীত দিকে নিয়ে যাওয়া হবে। কোতয়ালি থানায় আই সি বিশ্বাশ্রয় সরকার বলেন, ‘‘যানজট ও নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ টাউন স্টেশন ম্যানেজার নিতাই দাস বলেন, ‘‘নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনকে আমরা সহযোগিতা করব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন