পণের দাবিতে বধূকে খুনের অভিযোগ

পণের টাকা না দেওয়ায় এক গৃহবধুকে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে৷ রাজগঞ্জের ডাঙাপাড়া এলাকার ঘটনা৷ ওই গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ৷ ওই বধুর বাড়ির লোকেরা বধূর স্বামী-সহ সাতজনের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০২:৩৬
Share:

পণের টাকা না দেওয়ায় এক গৃহবধুকে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে৷ রাজগঞ্জের ডাঙাপাড়া এলাকার ঘটনা৷ ওই গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ৷ ওই বধুর বাড়ির লোকেরা বধূর স্বামী-সহ সাতজনের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জাহানার বেগম (২৫)৷ তাঁর বাড়ি চাউলহাটের তেওয়ারি পাড়া এলাকায়৷ প্রায় ছ’বছর আগে ডাঙাপাড়ার রমজান আলির সঙ্গে তাঁর বিয়ে হয়৷ তাঁদের দু’টি ছেলে-মেয়েও রয়েছে৷ জাহানারা বেগমের বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য ক্রমাগত অত্যাচার চালানো হত তাঁর ওপর৷ দাবি মেনে একাধিকবার শ্বশুরবাড়ির লোকেদের পণের টাকাও দেওয়া হয়েছিল৷ কিন্তু তারপরও বধূর ওপর অত্যাচার চালাতো শ্বশুর বাড়ির লোকেরা৷ গৃহবধুর কাকা, ফয়জর আলি বলেন, ‘‘পণের জন্যই জাহানারা বেগমকে খুন করেছে তার স্বামী সহ শ্বশুরবাড়ির অন্যরা৷’’

পুলিশ জানিয়েছে, ওই গৃহবধুর বাড়ির লোকেদের আনা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷

Advertisement

তৃণমূলের সভা। গুরুঙ্গের খাস তালুকে সভা করে পুরভোট থেকে ‘পাহাড় দখল’ করার ঘোষণা করল যুব তৃণমূল। রবিবার দার্জিলিঙের টাকভারে উপচে পড়া মাঠে সভা করে তৃণমূল। জিটিএ-এর চিফ তথা গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি তথা জিটিএ-এর চিফ বিমল গুরুঙ্গ টাকভর থেকেই নির্বাচিত হয়ে সভাসদ হয়েছেন। গত সপ্তাহে টাকভরেই জনসভা করে রাজ্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ের যুবকদের আশির দশকের মতো অস্ত্র আন্দোলনের বিষয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছিলেন গুরুঙ্গ। এ দিন পাট্টাবঙ্গ ফ্যাক্টরি ডিভিশনের মাঠে জনসভার ভিড়কে স্বতস্ফুর্ত বলে দাবি করেছেন তৃণমূল নেতারা। তৃণমূলের পাল্টা মোটরবাইক মিছিলও করেছে মোর্চার যুব সংগঠন। পুলিশি অনুমতি ছাড়া বাইক মিছিল করায় তা নিয়ে মামলাও রুজু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement