স্কুলেই ক্লাস বিশ্ববিদ্যালয়ের

পরিকাঠামোর অভাবে রায়গঞ্জের দু’টি হাইস্কুলে চলতি শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরের পাসকোর্সের পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে সকাল বেলায় রায়গঞ্জের কর্ণজোড়া হাইস্কুল ও দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানি বিদ্যাপীঠ হাইস্কুলে স্নাতক স্তরের পাসকোর্সের পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০২:০৮
Share:

পরিকাঠামোর অভাবে রায়গঞ্জের দু’টি হাইস্কুলে চলতি শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরের পাসকোর্সের পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে সকাল বেলায় রায়গঞ্জের কর্ণজোড়া হাইস্কুল ও দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানি বিদ্যাপীঠ হাইস্কুলে স্নাতক স্তরের পাসকোর্সের পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে রাজ্য সরকার। সরকারি নির্দেশে আগামী জুলাই অথবা অগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ে কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের মোট ২১টি বিষয়ে স্নাতকোত্তর ও ১৭টি বিষয়ে স্নাতক স্তরের পঠনপাঠন চালু হওয়ার কথা। উপাচার্য বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোর অভাবের দু’টি স্কুলে স্নাতক স্তরের পাসকোর্সের পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement