Gangarampur Super Speciality Hospital

ভুল রক্ত দেওয়া হল রোগিণীকে! দক্ষিণ দিনাজপুর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার বোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মৌসুমী মার্ডি। কিছু দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল সে। দেহে রক্তের পরিমাণ কমে যাওয়ায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ০১:০৮
Share:

গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। — নিজস্ব চিত্র।

কিশোরী রোগীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় গঙ্গারামপুর থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার বোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মৌসুমী মার্ডি। কিছু দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল সে। দেহে রক্তের পরিমাণ কমে যাওয়ায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ, রবিবার হাসপাতাল থেকে মৌসুমীর রক্তের নমুনা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয় রক্তের গ্রুপ জানার জন্য। সেই মতো ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত ব্যবস্থা করা হয়। পরে আবার হাসপাতালে থেকে বলা হয় মৌসুমীর জন্য ‘এবি পজ়িটিভ’ রক্ত লাগবে। সেই অনুসারে পরিবারের লোকেরা ‘এবি পজ়িটিভ’ রক্ত ব্যবস্থা করে। কিন্তু হাসপাতাল থেকে দু’বার ভিন্ন গ্রুপের রক্ত জানানোর ফলে সন্দেহ দেখা যায় পরিবারের মধ্যে।

পরিবারের অভিযোগ, প্রথমে ‘এবি পজ়িটিভ’ গ্রুপ বলা হলেও পরে কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয় বার রক্ত দিতে হবে বলে জানান চিকিৎসকেরা। কিন্তু কোন গ্রুপের রক্ত তা পরিষ্কার করে বলেনি। পরিবারের প্রশ্ন, তা হলে প্রথমে যে রক্ত দেওয়া হয়েছিল সেই ‘এবি পজ়িটিভ’ গ্রুপ কি ভুল ছিল? ভুল রক্তের কারণেই কি মৌসুমী এতটা অসুস্থ হয়ে পড়ে? ভুল রক্ত দেওয়ার ঘটনায় রোগিণীর পরিজনদের মধ্যে ক্ষোভ দেখা যায়। রবিবার দুপুর থেকে আদিবাসী মানুষেরা ভিড় জমাতে থাকেন হাসপাতাল চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাসপাতাল চত্বরে গঙ্গারামপুর থানার পুলিশকে মোতায়েন করা হয়। যদিও এখনও পর্যন্ত কিশোরীর পরিবারের তরফ থেকে থানানয় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের রোগিণীর উন্নত চিকিৎসার জন্য আলোচনায় বসেন হাসপাতালের ডাক্তারেরা। কিশোরীর শারীরিক পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে তাকে জেলার হাসপাতাল থেকে মালদহ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে আপাতত তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এই ঘটনায় গঙ্গারামপুর হাসপাতালের সুপার বাবুসোনা সাহা বলেন, “রক্তের সমস্যা নিয়ে মৌসুমীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভুল রক্ত দেওয়া হয়েছে কি না সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। গোটা ঘটনাটাই হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। আপাতত তাকে মালদহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মৌসুমী চিকিৎসাধীন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement