Coronavirus

ফালাকাটা নিয়ে উদ্বেগ বাড়ছেই

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত ৩২ বছর বয়সের ওই যুবক সম্প্রতি দিল্লি থেকে আলিপুরদুয়ারে ফিরেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০২:২০
Share:

প্রতীকী ছবি

তপসিখাতার করোনা হাসপাতালে ভিন্ রাজ্য থেকে ফেরা এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। যদিও স্বাস্থ্য দফতর জানিয়েছে, যক্ষ্মায় আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এরই মধ্যে সোমবার আলিপুরদুয়ারে নতুন করে চার জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত ৩২ বছর বয়সের ওই যুবক সম্প্রতি দিল্লি থেকে আলিপুরদুয়ারে ফিরেছিলেন। কিছু উপসর্গ থাকায় করোনায় আক্রান্ত সন্দেহে তাঁকে তপসিখাতার কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু দু’বার তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। যদিও ওই যুবকের বাড়ির লোকজনের দাবি, প্রথম পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছিল। পরে স্বাস্থ্য কর্তারা জানতে পারেন, ওই যুবক যক্ষ্মায় আক্রান্ত। কিন্তু নিয়মিত ওষুধ খেতেন না। এ দিন সন্ধ্যায় কোভিড হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। ওই যুবকের পরিবারের অভিযোগ, শ্মশানে দাহ করতে যাওয়ার সময় কিছু লোকজন বাধা দেন।

এ দিন আলিপুরদুয়ার জেলায় নতুন করে আক্রান্ত চার জনকেও তপসিখাতার কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে করোনা আবহে ফালাকাটা নিয়েই সবচেয়ে বেশি চিন্তায় আলিপুরদুয়ার জেলার স্বাস্থ্য কর্তারা। সূত্রের খবর, ভিন্ রাজ্যে কাজের খোঁজে যাওয়া পরিযায়ী শ্রমিককের একটা বড় অংশ জেলায় ফিরে এলেও, মহারাষ্ট্র ও দিল্লিতে এখনও আটকে রয়েছেন ফালাকাটার শ্রমিকদের অনেকেই। প্রশাসন সূত্রের খবর, আজ, মঙ্গলবার থেকে যাঁদের জেলায় ফেরার কথা। আর সেটাই এখন জেলার স্বাস্থ্য কর্তাদের একাংশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে মহারাষ্ট্র ও দিল্লি থেকে ফেরা প্রত্যেককে কোয়রান্টিন সেন্টারে রাখতে প্রশাসনের অন্দরেও তৎপরতা শুরু হয়ে গিয়েছে।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত আলিপুরদুয়ারে করোনাভাইরাসে আক্রান্ত ১৮০ জনের মধ্যে ফালাকাটাতে আক্রান্তের সংখ্যাই সবচেয়ে বেশি। প্রশাসনের একটি সূত্র বলছে, জেলার মধ্যে ফালাকাটা থেকেই সবচেয়ে বেশি শ্রমিক ভিন্ রাজ্যে কাজের খোঁজে যান। সেই শ্রমিকদের ফেরার সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরেই সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এই অবস্থায় আজ, মঙ্গলবার থেকে মহারাষ্ট্র ও দিল্লিতে লকডাউনে আটকে পড়া শ্রমিকদের আরও অনেকেই ফালাকাটা ফিরতে শুরু করবেন। আলিপুরদুয়ারের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী অবশ্য বলেন, ‘‘সরকারি নির্দেশ অনুযায়ী ভিন্ রাজ্য থেকে জেলায় ফেরা বাসিন্দাদের জন্য স্বাস্থ্য দফতর সব ব্যবস্থা নেবে।’’

ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদারও বলেন, ‘‘সরকারি নির্দেশেই পাঁচটি ঝুঁকিপূর্ণ রাজ্য থেকে যাঁরা ফিরবেন, তাঁদের কোয়রান্টিন সেন্টারে রাখার পাশাপাশি লালারসের নমুনা পরীক্ষার কথা বলা হয়েছে। তেমনটাই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement