BJP

বাঁকা সুর ঘিসিংদের

বুধবার দার্জিলিঙে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর ওই অভিযোগ তোলা হয়েছে। দলীয় সূত্রের খবর, আলোচনায় ঠিক হয়েছে, আগামী ২০২১ সালের ভোটের আগে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থান স্পষ্ট না করলে দল অন্যরকম চিন্তভাবনা করবে।

Advertisement

নিজস্ব সংবাদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ০৪:৫২
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে গোর্খা জাতিকে নিয়ে এবার অবহেলা করার অভিযোগ তুলল বিজেপির জোটসঙ্গী জিএনএলএফ।

Advertisement

বুধবার দার্জিলিঙে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর ওই অভিযোগ তোলা হয়েছে। দলীয় সূত্রের খবর, আলোচনায় ঠিক হয়েছে, আগামী ২০২১ সালের ভোটের আগে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থান স্পষ্ট না করলে দল অন্যরকম চিন্তভাবনা করবে।

জিএনএলএফের সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী বলেন, ‘‘এটা কি ছেলেখেলা! স্বরাষ্ট্র মন্ত্রকের মতো মন্ত্রক ঘণ্টায় ঘণ্টায় বয়ান বদলাচ্ছে। আসলে গোর্খাদের অবহেলা করা হচ্ছে।’’ তিনি বলেন, ‘‘আমরা দিল্লিতে চিঠি দেব। জিটিএ বাতিল করে পাহাড়ের রাজনৈতিক স্থায়ী সমাধান নিয়ে কেন্দ্রকে রাজ্যের বিধানসভা ভোটের আগে ভাবতে হবে। নইলে আমাদেরও ভাবতে হবে।’’

Advertisement

দলের অন্যতম সদস্য নীরজ জিম্বা বিজেপির টিকিটে দার্জিলিঙের বিধায়ক। কিন্তু তাঁদের এখন বক্তব্য, গত কয়েক মাস ধরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের ডাকে বিশেষ সাড়া দেননি। নীরজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলে, তিনি তার প্রাপ্তিস্বীকার করেছেন ১৫ দিন পরে। এই অবস্থায় জিএনএলএফের ঠিক করেছে, পুজোর মরসুমটা দেখে পরিস্থিতি বুঝে নতুন সিদ্ধান্ত।

এ দিনই সিপিএমের রাজ্যে সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘একটা পরিস্থিতি তৈরি করার জন্য গোর্খাল্যান্ড কথাটা ইচ্ছাকৃত ভাবে করেছেন। আর রাজ্যের সঙ্গে আলোচনা না করে বৈঠক ডাকাই বা হয় কী করে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন