জমি নিয়ে বিবাদে তিরবিদ্ধ হয়ে মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি জায়গা নিয়েই একই পরিবারের দুই শরিক সুখেনলাল সিংহ ও সরকার সিংহের মধ্যে বিবাদ রয়েছে। এ দিন সকালেই দুই পরিবারের মধ্যেই গণ্ডগোল বাধে। দু পক্ষই একে অপরের দিকে লাঠিসোটা ও তির ধনুক নিয়ে হামলা চালায়। সেখানেই তিরবিদ্ধ হন সুখেনলাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ০২:৫০
Share:

মৃত: সুখেনলাল সিংহ। নিজস্ব চিত্র

জমি নিয়েই শরিকি বিবাদে তিরবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকালে ইসলামপুর থানার জগতাগাঁও এলাকায় ওই ঘটনায় মারা যান সুখেনলাল সিংহ (৫২)। তাঁর বাড়ি ওই এলাকাতেই।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি জায়গা নিয়েই একই পরিবারের দুই শরিক সুখেনলাল সিংহ ও সরকার সিংহের মধ্যে বিবাদ রয়েছে। এ দিন সকালেই দুই পরিবারের মধ্যেই গণ্ডগোল বাধে। দু পক্ষই একে অপরের দিকে লাঠিসোটা ও তির ধনুক নিয়ে হামলা চালায়। সেখানেই তিরবিদ্ধ হন সুখেনলাল। অন্য পক্ষেরও আরও এক জনের হাতে তির লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে ইসলামপুর হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যাওয়া হলে সেখানে সুখেনলাল সিংহের মৃত্যু হয়।

গণ্ডগোলের খবর পেয়েই বিশাল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকাতে বসে পুলিশ পিকেটও। যদিও ঘটনার পরেই পুলিশ তিন মহিলা-সহ ছ’জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। লিখিত অভিযোগ পেলে তা মামলা রুজু করে তদন্তের কাজ শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। দু’পক্ষই জমিটি নিজেদের বলেই দাবি করেছে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, ‘‘জমি নিয়ে বিবাদের জেরে ওই ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement