আলিপুরদুয়ার

ফ্লেক্স ছাপাতে দিচ্ছি, নির্মলের দাবিতে জল্পনা

একদিকে আরএসপির ঘোষিত প্রার্থী নির্মল দাস প্রচারের জন্য ফ্লেক্স ছাপানোর প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন সরকারও দাবি করছেন, কংগ্রেসও আলিপুরদুয়ারে প্রার্থী দেবে। এ নিয়েই জল্পনা চলছে আলিপুরদুয়ার আসনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ০১:৫৫
Share:

একদিকে আরএসপির ঘোষিত প্রার্থী নির্মল দাস প্রচারের জন্য ফ্লেক্স ছাপানোর প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন সরকারও দাবি করছেন, কংগ্রেসও আলিপুরদুয়ারে প্রার্থী দেবে। এ নিয়েই জল্পনা চলছে আলিপুরদুয়ার আসনে।

Advertisement

শাসক তৃণমূল অবশ্য প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছে সেখানে। আরএসপি প্রার্থীও বামফ্রন্টের ঘোষণার আগেই প্রচারের প্রস্তুতির ঘোষণা করায় শাসকদলকে ঠেকাতে সিপিএমের আসন সমঝোতা কোন দিকে গড়াবে তা নিয়েই চলছে হিসেব।

আরএসপির রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী ইতিমধ্যে জানিয়েছেন সিপিএমের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে আলিপুরদুয়ারে নির্মল দাস এবং মাদারিহাট, কুমারগ্রামে তাঁদের প্রার্থী থাকবে। কালচিনিতে আরএসপির প্রার্থী নির্দল হিসবে ভোটে লড়বেন। এ দিকে কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী কালচিনি আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন। তাতে অবশ্য আলিপুরদুয়ার আসনটি নেই। বিশ্বরঞ্জনবাবু দাবি করেন, ‘‘বুধবার রাতে রাজ্য সভাপতির সঙ্গে কথা হয়েছে। আলিপুরদুয়ারে কংগ্রেস লড়াই করবে।’’

Advertisement

তবে বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাইছে না বামফ্রন্টের বড় শরিক সিপিএম। দলের জেলা সম্পাদক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “বামফ্রন্টগত ভাবে প্রার্থী ঘোষণা না হলে কিছু বলা সম্ভব নয়।”

জল্পনা উস্কে দিয়ে বুধবার সকালে আরএসপির প্রাক্তন বিধায়ক নির্মল দাস বাড়িতে বসে জানান, নির্বাচনের জন্য দলের রাজ্য নেতৃত্ব তাঁর নাম সিপিমের কাছে জানিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘‘আমি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। শুধু তাই নয় প্রচার জন্য বাম প্রার্থী হিসেব ফ্লেক্স ছাপাতে দিচ্ছি।” কিন্তু বামফ্রন্টগত ভাবে তো নাম ঘোষণা হয়নি? প্রশ্ন করা হলে নির্মলবাবুর উত্তর, ‘‘দু’এক দিনের মধ্যেই ঘোষণা হবে। দলের নির্দেশে কাজ করছি।’’ কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকার পাল্টা বলেন, ‘‘অধীর চৌধুরীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আলিপুরদুয়ার আসনে কংগ্রেস লড়বে।’’

তবে এ নিয়ে মন্তব্য করতে চাননি তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী। তিনি কেবল বলেন, “ এটা ওদের দলীয় ব্যাপার। মন্তব্য করব না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন