Coronavirus in North Bengal

মৃত্যু কম, তবু সতর্ক থাকতে পরামর্শ

কোচবিহারে মৃত্যুর সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কোচবিহার শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ০৮:২৬
Share:

প্রতীকী ছবি।

মৃত্যুর হার অনেকটাই কম, তারপরেও আশঙ্কাজনক রোগীর চিকিৎসা নিয়ে প্রস্তুত থাকার পরামর্শ দিলেন করোনা বিষয়ে রাজ্য টাস্ক ফোর্সের চিকিৎসক দলের সদস্য গোপালকৃষ্ণ ঢালি। মঙ্গলবার, কোচবিহারে পৌঁছে তিনি বৈঠক করেন। সেখানে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আধিকারিকরা ছাড়াও স্বাস্থ্য দফতরের কর্তা এবং জেলাশাসক ছিলেন।

Advertisement

বৈঠকে প্রয়োজনে টেলি-মেডিসিনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি। ঢালি বলেন, “হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা আছে। কিন্তু ভেন্টিলেশনে গিয়েছে, এমন রোগীর সংখ্যা খুব কম। মৃত্যু হারও কোচবিহারে অনেক কম।”

তিনি বলেন, “আমাদের প্রস্তুত থাকতে হবে, যাতে গুরুতর অসুস্থ কোনও রোগী এলে সমস্যা না হয়। এখন টেলি-মেডিসিনের ব্যবস্থা রয়েছে। যেখানে নির্দিষ্ট বিভাগের বিশেষ চিকিৎসক সবসময় থাকছেন। সেক্ষেত্রে কোনও একটি রোগীর কিডনির রোগ আছে, হার্টের রোগ আছে বা ক্যানসার আছে। সেগুলি নিয়ে আলোচনা করে সেই হিসেবে ব্যবস্থা নেওয়া যেতে পারে।”

Advertisement

কোচবিহারে মৃত্যুর সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। যেখানে পুলিশ জানাচ্ছে, তাঁরা একাধিক কোভিড পজ়িটিভ রোগীর সৎকারে সাহায্য করেছে। শিলিগুড়ি কোভিড হাসপাতালেও কোচবিহারের বাসিন্দার মৃত্যু হয়েছে। কোচবিহারের কোভিড বুলেটিনে দেখা যাচ্ছে, একজন রোগীর মৃত্যু হয়েছে। তা হলে সেই মৃতদের নথি কোথাও উল্লেখ রয়েছে।

এ দিন ঢালি তা স্পষ্ট করে দিয়ে বলেন, “উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের উপরে অনেকেই নির্ভর করেন। সেখানে কেউ ভর্তি হতে পারেন। আবার অন্য জেলাতেও রোগী ভর্তি হয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে সেখানেই মৃত্যু হয়েছে। সেখানেই উল্লেখ থাকবে।”

স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি এবং কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতির সমস্যার কথা শুনে তার সমাধান নিয়েও আশ্বাস দেন। তিনি বলেন, “এডুকেশনের ডাক্তার, হেলথ সার্ভিসের ডাক্তার থেকে প্রশাসন জেলায় সবাই মিলে লড়ার চেষ্টা করছেন। সরকার যথাসাধ্য সাহায্য করছে।’’

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন