Coronavirus

ভিন্‌ রাজ্য থেকে ফেরানোর আর্তি 

প্রশাসনিক সূত্রে খবর, গোয়ায় আটকে রয়েছেন জেলার কুমারগঞ্জ ও গঙ্গারামপুরের অন্তত ৫০০ শ্রমিক। শুক্রবার তাঁরা ভিডিয়ো বার্তায় তাঁদের উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২০ ০৭:৩৬
Share:

ফাইল চিত্র

ভিন্‌ রাজ্যে কাজে গিয়ে লকডাউনে আটকে পড়া দক্ষিণ দিনাজপুরের শতাধিক বাসিন্দা দুর্ভোগে পড়েছেন।

Advertisement

প্রশাসনিক সূত্রে খবর, গোয়ায় আটকে রয়েছেন জেলার কুমারগঞ্জ ও গঙ্গারামপুরের অন্তত ৫০০ শ্রমিক। শুক্রবার তাঁরা ভিডিয়ো বার্তায় তাঁদের উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন। তাঁরা জানান, লকডাউনে কাজ হারিয়ে মেসে বন্দি হয়ে তাঁদের অর্ধাহারে দিন কাটছে।

হায়দরাবাদ, কেরল ও ওড়িশাতেও আটকে পড়া আরও শতাধিক শ্রমিক কাজ হারিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন বলে জেলায় খবর এসেছে। তপন থানার আউটনা পঞ্চায়েতের লস্করহাট এলাকার ১৮ জন শ্রমিক কেরলে আটকে রয়েছেন। ভিন্‌ রাজ্যে আটকে থাকা ওই শ্রমিকদের মধ্যে রতন তিরকে, অজয় বাণ্ডো, দিলীপ টপ্পো, জিতেন লাকড়া জানান, কেরলের এর্নাকুলামের বিষ্ণুপুরম এরাপল্লি এলাকায় তাঁরা প্রায় দু’সপ্তাহ ধরে আটকে রয়েছেন।

Advertisement

শনিবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, ভিন্‌ রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়া জেলার হাজারের উপর বাসিন্দা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের জেলায় ফেরানোর ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীকে টুইটে আবেদন জানিয়েছি। পাশাপাশি জেলা প্রশাসনকেও উদ্যোগী হওয়ার আর্জি জানানো হয়েছে বলে সুকান্ত জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেরল, গোয়া, ওড়িশা ও হায়দরাবাদে আটকে থাকা বাসিন্দাদের তালিকা রাজ্যকে জানানো হয়েছে। তাঁদের ফেরানোর প্রক্রিয়া চলছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, ‘‘গত সপ্তাহে হরিরামপুর ব্লকের প্রায় দেড় হাজার শ্রমিক ভিন্‌ রাজ্য থেকে ফিরে এসেছেন। কুশমণ্ডি, বালুরঘাট, গঙ্গারামপুরে ফিরেছেন কয়েকশো শ্রমিক। তাঁদের হোম কোয়রান্টিনে রেখে নজরদারি চলছে।’’

জেলাশাসক নিখিল নির্মল জানান, ভিন্‌ রাজ্যে আটকে পড়া শ্রমিকদের তালিকা রাজ্যের সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে। সেখান থেকেই তাঁদের সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement