Coochbehar

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের! কোচবিহারে একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুগলের

নিহত যুগলের নাম আরতি বর্মন এবং খোকন বর্মন ওরফে প্রসেনজিৎ। মৃত যুবতীর স্বামী নিরোধ বর্মন ভিন্‌রাজ্যে শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, এর মাঝেই খোকনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবতী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২৩:০৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন যুগল! কোচবিহারের মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘনার বাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। রবিবার উদ্ধার হয়েছে ওই যুগলের ঝুলন্ত দেহ। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে পুলিশও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুগলের নাম আরতি বর্মন এবং খোকন বর্মন ওরফে প্রসেনজিৎ। মৃত যুবতীর স্বামী নিরোধ বর্মন ভিন্‌রাজ্যে শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, এর মাঝেই খোকনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবতী। আরতির বাড়ি ঘনারবাড়ি এলাকায় হলেও পেশায় টোটোচালক খোকন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভোগরামগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে দাবি, গত বেশ কিছু বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন ওই যুগল। দু’জনেই বিবাহিত হওয়া সত্ত্বেও চলছিল প্রেম। দু’জনেরই দু’টি করে সন্তান রয়েছে।

রবিবার গাছ থেকে একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই যুগল। স্থানীয় বাসিন্দা সুশীল বর্মনের কথায়, ‘‘পরকীয়া প্রেমের জেরেই এই আত্মহত্যা। দীর্ঘ দিন ধরে ওই যুগলের প্রেমের সম্পর্ক ছিল।’’ অন্য দিকে, দেহ দেখার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নয়ারহাট থানার পুলিশ। ঝুলন্ত দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জোড়া আত্মহত্যার নেপথ্যে কী কারণ রয়েছে, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement