উত্তরে পুরভোট

চড়কেই ভোটের দামামা

তৃণমূল প্রার্থী তালিকা আগেই দিয়ে দিয়েছে। এ বার পুরভোটে বামফ্রন্টও প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। বর্ষশেষের দিন তারপরে চড়চড় করে বেড়েছে ভোটের উত্তাপ। তবে এ বছর সাংগঠনিক দুর্বলতার কারণে ২৭টির মধ্যে মাত্র ৯টি ওয়ার্ডে প্রার্থী দিতে পেরেছে বামেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০২:০৪
Share:

তৃণমূল প্রার্থী তালিকা আগেই দিয়ে দিয়েছে। এ বার পুরভোটে বামফ্রন্টও প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। বর্ষশেষের দিন তারপরে চড়চড় করে বেড়েছে ভোটের উত্তাপ। তবে এ বছর সাংগঠনিক দুর্বলতার কারণে ২৭টির মধ্যে মাত্র ৯টি ওয়ার্ডে প্রার্থী দিতে পেরেছে বামেরা। তার মধ্যেও এ দিন পাঁচটি ওয়ার্ডে সিপিএম প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি দু’টি ওয়ার্ডে কোন শরিক দল প্রার্থী দেবে তাও এখনও ঠিক করতে পারেনি বামেরা। এ ছাড়া যে ১৮টি ওয়ার্ড রয়েছে, সেখানে কংগ্রেসকে সমর্থন করবে কি না, তা-ও পরিষ্কার করে বলা হয়নি। দলের পুর নির্বাচনী কমিটির আহ্বায়ক বিপুল মৈত্র জানান, যে সব ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী নেই, সেই সব ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীদের হয়ে বামফ্রন্টের যৌথ প্রচার বা দেওয়াল লিখনের কোনও সিদ্ধান্ত হয়নি। তবে তৃণমূলকে রুখতে তৃণমূল ও বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তিকে ভোট দেওয়ার জন্য বাসিন্দাদের আবেদন করেছেন তিনি।

Advertisement

১ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী সুখেন্দু বিশ্বাস, ৫ নম্বর ওয়ার্ডে জয়দীপ সেনগুপ্ত, ৬ নম্বর ওয়ার্ডে সঙ্গীতা রাউত (দে), ৮ নম্বর ওয়ার্ডে নির্মল রায়, ১১ নম্বর ওয়ার্ডে অনন শর্মা, ১৬ নম্বর ওয়ার্ডে অরিন্দম ঘোষ ও ২২ নম্বর ওয়ার্ডে অশোককুমার পাল। তৃণমূল, বিজেপি অবশ্য দাবি করেছে, বামফ্রন্টকে শহর সমর্থন করবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন