এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
এক সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের ইংরেজবাজার থানা অন্তর্গত আম বাজারের নিকট ৫১২ নম্বর জাতীয় সড়ক এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে জাতীয় সড়ক লাগোয়া একটি ব্রিজের পাইপের সঙ্গে সদ্যোজাত শিশুটির দেহ ঝুলতে দেখেন তাঁরা। তাঁদের মতে, আশেপাশে প্রচুর হাসপাতাল এবং নার্সিং হোম রয়েছে। প্রায়শই এই ঘটনা ঘটে বলেও জানান তাঁরা। ইংরেজবাজার থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের ঘটনার জন্য যে বা যারা দায়ী, পুলিশ তাঁদের দ্রুত খুঁজে বার করুক এবং তাঁদের যাথাযত শাস্তি হোক।