প্ল্যাটফর্মে পড়ে আহত দেবপ্রসাদ

ট্রেন থেকে নেমে শিয়ালদহের প্ল্যাটফর্মে অন্য এক যাত্রীর ব্যাগের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ (মিঠু) রায়। বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য কলকাতায় আসছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০২:০১
Share:

আহত দেবপ্রসাদ রায়।—নিজস্ব চিত্র।

ট্রেন থেকে নেমে শিয়ালদহের প্ল্যাটফর্মে অন্য এক যাত্রীর ব্যাগের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ (মিঠু) রায়।

Advertisement

বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য কলকাতায় আসছিলেন তিনি। মঙ্গলবার সকালে শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নেমে যখন তিনি প্লাটফর্ম ধরে হেঁটে যাচ্ছিলেন তখন তাঁর একপাশ দিয়ে একদিকে একটি ঠেলা নিয়ে মালবাহকেরা চলেছিলেন। তেমনই অন্য এক যাত্রী শশব্যস্ত হয়ে যাচ্ছিলেন।

হুড়োহুড়ির মধ্যে সেই যাত্রীর ট্রলি ব্যাগ দেবপ্রসাদবাবুর পায়ে আটকে গেলে তিনি হুমড়ি খেয়ে প্ল্যাটফর্মে পড়ে যান। তাঁর ডান হাতের কনুইয়ের হাড় ভেঙে গিয়েছে। পায়েও চোট পেয়েছেন তিনি। তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Advertisement

তাঁর আহত হওয়ার খবর পেয়ে এ দিন দুপুরে দেবপ্রসাদবাবুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কংগ্রেস পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব, বিধায়ক মানস ভুঁইয়া, সুখবিলাস বর্মা, জোসেফ মুন্ডা প্রমুখ। পরে মানসবাবু জানান, দেবপ্রসাদবাবুর ডান হাতের কনুইয়ের হাড় টুকরো হয়ে গিয়েছে। তাঁর হাতে অস্ত্রোপচার করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ফোনে যোগাযোগ করা হলে দেবপ্রসাদবাবু বলেন, ‘‘আচমকাই অন্য একজনের ট্রলি ব্যাগ আমার দু’পায়ের মাঝে আসে পড়ে। একটু তাড়াতাড়ি হাঁটছিলাম। ওই ব্যাগে হোঁচট খেয়ে পড়ে গেলাম।’’ মানসবাবু জানিয়েছেন, দেবপ্রসাদবাবুকে এখন কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন