BJP

Dilip Ghosh: বার্লা, নিশীথকে কি বার্তা দিলীপের

বিজেপির সূত্রের দাবি, জেলার কাজকর্ম নিয়েও রাজ্য নেতৃত্ব চিন্তিত। সে সব নিয়েও কথা হতে পারে বলে দাবি।

Advertisement

অনির্বাণ রায়

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ০৭:২৬
Share:

ফাইল চিত্র।

বিধানসভা ভোটে পর্যুদস্ত হওয়ার পরে হঠাৎ করে বিজেপি সাংসদ জন বার্লার মুখে ওঠে বঙ্গভাগের কথা। তার পরে তাঁকে কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রীও করা হয়েছে। কিন্তু দলের রাজ্য নেতৃত্ব বরাবর জানিয়ে এসেছেন, এটা বার্লার ব্যক্তিগত মত, দল বঙ্গভাগ চায় না। আজ শনিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসছেন জলপাইগুড়িতে। বার্লাও থাকবেন। দু’জনে মিলে সাংবাদিক বৈঠক করার কথা। দলের মধ্যে প্রশ্ন, এই সফরে কি বার্লাকে কোনও বার্তা দেবেন দিলীপ? নাকি কৌশল হিসেবে সে ক্ষেত্রেও বার্লাকে বাড়তি জমি ছেড়ে রাখবেন তিনি?

Advertisement

বার্লার ক্ষেত্রে অবশ্য শুধু বঙ্গভঙ্গ বিতর্কই নয়, উঠেছে আরও নানা অভিযোগও। যেমন, বানারহাটে তাঁর বাজারভবন তৈরির জমি নিয়ে বিতর্ক, লক্ষ্মীপাড়া চা বাগানে বিশাল বাড়ি তৈরি নিয়ে বিতর্ক এবং এক আদিবাসী তরুণীর দায়ের করা অভিযোগে জড়িয়ে পড়ে বিতর্ক। সব ক্ষেত্রেই অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। বিজেপি সূত্রের খবর, জনের সঙ্গে বৈঠক করবেন দিলীপ। তার পরে সাংবাদিক বৈঠকও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গেও দেখা হতে পারে দিলীপের। বিশেষ করে নিশীথের কর্মসূচি নিয়ে দলের অন্দরেই অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। নিশীথ প্রায় ’শচারেক সঙ্গী নিয়ে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোচবিহার ঘুরছেন। বৃহস্পতিবার নিশীথের কর্মসূচি ঘিরে ময়নাগুড়িতে ধুন্ধুমার হয়েছে। করোনাবিধি না মানার দায়ে নিশীথের সঙ্গী ২৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা বিজেপির একাংশ মনে করছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো পদমর্যাদায় থেকে নিশীথের এমন করোনাবিধি না মানা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়া ঠিক বার্তা দিচ্ছে না। বিজেপির এক নেতার কথায়, “সঙ্গে প্রচুর গাড়ি নিয়ে ঘোরাফেরা করা বা শয়ে শয়ে লোক রাখা, করোনাকালে এ সব আমাদের দলের সম্পর্কে ভাল বার্তা দিচ্ছে না। রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে।”

Advertisement

জেলা থেকে রিপোর্ট পেয়েই কি রাজ্য সভাপতির আসা, তা নিয়ে চর্চা চলছে। বিজেপির অন্দরের খবর, জেলা থেকেই ফোন করে দিলীপ ঘোষকে আসতে বলা হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে দলের কাজ থেকে এক মাসের ছুটি নিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। যদিও সেই ছুটি বাতিল করে বাপিকেও রাজ্য সভাপতির সঙ্গে দেখা যেতে পারে। বিজেপির সূত্রের দাবি, জেলার কাজকর্ম নিয়েও রাজ্য নেতৃত্ব চিন্তিত। সে সব নিয়েও কথা হতে পারে বলে দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement