Rosevalley scam

ধূপগুড়িতে রোজভ্যালির সম্পত্তি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করল ইডি

এই সম্পত্তি এত দিন স্থানীয়রাই দেখভাল করতেন। বুধবার ওই জমি অধিগ্রহণ সংক্রান্ত ব্যানার টাঙিয়ে দিয়েছে ইডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২২:১২
Share:

রোজভ্যালির সম্পত্তিতে ব্যানার লাগাচ্ছে ইডি। নিজস্ব চিত্র

ধূপগুড়িতে রোজভ্যালির সম্পত্তি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এলাকায় ওই সংস্থার নামে যে জমি ছিল, বুধবার তা অধিগ্রহণের প্রথম ধাপ শেষ করেছে ইডি। রোজভ্যালির ওই জমি দখল সংক্রান্ত যাবতীয় তথ্য সম্বলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হয় ইডি-র তরফে।

Advertisement

গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তেই জমি রয়েছে রোজভ্যালির। পাশাপাশি জমি রয়েছে ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা এক নম্বর পঞ্চায়েতের উত্তর ডাঙাপাড়ার ধীরেনদোকান এলাকায়। এশিয়ান হাইওয়ে ৪৮-এর পাশে চার একর জমি রয়েছে রোজভ্যালির। এই সম্পত্তি এত দিন স্থানীয়রাই দেখভাল করতেন। বুধবার ওই জমি অধিগ্রহণ সংক্রান্ত ব্যানার টাঙিয়ে দিয়েছে ইডি।

ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এন কে মুসা বলেন, ‘‘কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো, বুধবার থেকে এই সম্পত্তির দখল নেওয়ার প্রক্রিয়া শুরু হল। বিভিন্ন প্রান্তে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধ করার প্রক্রিয়া শুরু করেছে আদালত।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন