ভোটের টুকিটাকি

Advertisement
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০৪:১১
Share:

জোটের মিছিল

Advertisement

মহামিছিল করল কংগ্রেস ও বামফ্রন্ট। রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের সমর্থনে সোমবার বিকালে রায়গঞ্জের কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তায় কংগ্রেস ও বামফ্রন্টের কয়েক হাজার কর্মী সমর্থক মহামিছিলে পা মেলান। মিছিলের নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিতবাবু, বামফ্রন্টের চেয়ারম্যান অপূর্ব পাল, ইটাহারের সিপিআই প্রার্থী শ্রীকুমার মুখোপাধ্যায়, হেমতাবাদের সিপিএম প্রার্থী দেবেন রায়-সহ দল দু’দলের নেতারা। কংগ্রেস ও বামফ্রন্ট সূত্রের খবর, দু’দলের নিচুতলার কর্মীদের মধ্যে জোটবার্তা পৌঁছে দিতেই যৌথভাবে এই মহামিছিল করা হয়েছে।

Advertisement

অন্য জোট

সিপিএম-সহ চার বাম শরিক দলের কংগ্রেসের সঙ্গে জোট করার বিরুদ্ধে সরব হয়েছে এসইউসিআই এবং সিপিআই (এমএল) লিবারেশন। তারা একজোট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে। সোমবার শিলিগুড়িতে যৌথ সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি, ফাসিদেওয়া-খড়িবাড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল তারা। ফাঁসিদেওয়াতে সিপিআই (এমএল) লিবারেশন-এর প্রার্থী হচ্ছেন লালু ওঁরাও। এসইউসিআই শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে। শিলিগুড়ি কেন্দ্রে প্রার্থী তন্ময় দত্ত, মাটিগাড়া-নকশালবাড়িতে ক্ষিতীশচন্দ্র রায় এবং ডাবগ্রামে আবুল কাশেমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

স্টিকারে প্রচার

মোবাইল থেকে কিভাবে জানা যাবে ভোটগ্রহণ কেন্দ্রের নাম? অভিযোগ জানানর টোল ফ্রি নম্বরও বা কী? এমনই কিছু তথ্য নিয়ে সচেতনতা বাড়াতে ছাত্র-ছাত্রীদের মধ্যে নাম লেখার স্টিকার বিলি করবে কোচবিহার জেলা প্রশাসন। সোমবার সাংবাদিক বৈঠক করে কোচবিহারের জেলাশাসক পি উল্গানাথন ওই পরিকল্পনার কথা জানান। প্রশাসন সূত্রের খবর, জেলার প্রাথমিক ও হাইস্কুল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ লাখ পড়ুয়াকে ওই স্টিকার দেওয়া হবে। ফলে সহজেই অভিভাবকদের কাছে ওই তথ্যাদি পৌঁছে যাবে।

অভিষেকের সভা

ডুয়ার্সে প্রচারে আসতে চলেছেন অভিষেক বন্দোপাধ্যায়। সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে এরকম খবরই মিলেছে। চলতি মাসের ৩১তারিখে নাগরাকাটা বিধানসভা এলাকার চালসায় জনসভা করবেন অভিষেক। হেলিকপ্টারে আসবেন তিনি। মেটেলি ব্লক তৃণমূল সভাপতি সোনা সরকার জানান জানান চালসা বাজার লাগোয়া একটি মাঠে সভা করবেন অভিষেক। নাগরাকাটা বিধানসভায় তৃণমূলের প্রার্থী শুক্রা মুন্ডার সমর্থনে গত ১৬তারিখেই সভা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। এবারে ফের সেখানে প্রচারে আসছেন অভিষেক।

তালিকা প্রকাশ

হলদিবাড়িতে সাবেক ছিটমহলবাসীদের ক্যাম্পের বাসিন্দাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলো জেলা নির্বাচন দফতর। তালিকায় মোট ২৮৬ জনের নাম উঠেছে। সাবেক ছিটমহলবাসীরা এদেশে আসার সময় যে ট্র্যাভেল কার্ড নিয়ে আসেন সেই ট্র্যাভেল কার্ডকে ভিত্তি করে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানা গিয়েছে। তা সত্ত্বেও যদি কোনও ভুল থাকে তাহলে তাঁরা সংশোধন করতে পারবেন বলে জানানো হয়েছে।

শোকজ তৃণমূলকে

অনুমতি নেওয়ার পরেও প্রচার কর্মসূচি না করায় শোকজের মুখে পড়ল তৃণমূল। প্রশাসন সূত্রের খবর, শীতলখুচি বিধানসভা এলাকায় অনুমতি নেওয়ার পরেও তৃণমূল তিনটি এলাকায় মিছিল করেনি। ফলে নজরদারির দায়িত্বে থাকা এমসিসি দলের প্রতিনিধির পক্ষ থেকে ভিডিও রেকর্ডিংয়ের কাজে যাওয়া কর্মীদের ফিরে আসতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন