ফের থাবা এইএসের

গত কয়েক বছরের মতো এ বছরও ফের এনসেফ্যালাইটিস থাবা বসাতে শুরু করল। গত ২৩ দিনে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রম বা এইএসে ৬ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ০১:৩৫
Share:

গত কয়েক বছরের মতো এ বছরও ফের এনসেফ্যালাইটিস থাবা বসাতে শুরু করল। গত ২৩ দিনে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রম বা এইএসে ৬ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। এই ৬ জনই জেই আক্রান্ত। গত বৃহস্পতিবারও উত্তরবঙ্গ মেডিক্যালে একটি শিশু মারা যায়। হাসপাতাল সুপার নির্মল বেরা জানিয়েছেন, ‘‘এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি রয়েছেন। শিশু বিভাগেও রয়েছেন কয়েকজন। তাঁদের চিকিৎসা চলছে।’’ হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, গত কয়েক বছরেও দেখা গিয়েছে জুলাই মাস থেকেই সাধারণত এর প্রকোপ বাড়ে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেই আক্রান্তরা আসছেন। তবে চিকিৎসকদের একাংশের মতো দুই দিনাজপুর, জলপাইগুড়ি জেলা থেকে আসা রোগীদের সংখ্যাই বেশি। মেডিক্যাল কলেজ সূত্রেই জানা গিয়েছে, গত বছর এইইএস এবং জেই’তে আক্রান্ত হয়ে ১০৫ জন মারা গিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যালে। তার আগের বছর দেড়শোর বেশি মানুষ মারা গিয়েছেন। বাচ্চাদের জেই প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা থাকলেও বয়স্কদের জন্য. কোনও টিকা ছিল না। গত বছর থেকে বয়স্কদেরও টিকাকরণ চালু হয়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের যে সব এলাকায় রোগের প্রকোপ গত কয়েক বছর বেশিমাত্রায় দেখা গিয়েছিল সেখানে টিকাকরণ শুরু হয় গত বছর শেষের দিকে। তার পরেও মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement