বাড়িতে পুলিশ, উধাও মোহিত

কংগ্রেস বিধায়ক তথা রায়গঞ্জ পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহিত সেনগুপ্তের খোঁজে তাঁর বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। শুক্রবার রাত ১২টা নাগাদ রায়গঞ্জ থানার পুলিশবাহিনী শহরের বিদ্রোহীমোড় এলাকায় মোহিতবাবুর বাড়িতে তল্লাশি চালান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০১:৪৭
Share:

কংগ্রেস বিধায়ক তথা রায়গঞ্জ পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহিত সেনগুপ্তের খোঁজে তাঁর বাড়িতে তল্লাশি চালাল পুলিশ।

Advertisement

শুক্রবার রাত ১২টা নাগাদ রায়গঞ্জ থানার পুলিশবাহিনী শহরের বিদ্রোহীমোড় এলাকায় মোহিতবাবুর বাড়িতে তল্লাশি চালান। তবে তিনি বাড়িতে ছিলেন না। মোহিতবাবুকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকেলে মিছিল করে থানা ঘেরাও করে তৃণমূলের কয়েক হাজার সমর্থক। এই দাবিতে দলের তরফে আইসি-র কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। কংগ্রেসের দাবি, তৃণমূলের চাপেই মোহিতবাবুর বাড়িতে পুলিশ তল্লাশি চালায়।

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, ‘‘আসন্ন পুরসভা নির্বাচনের আগে কংগ্রেসের নেতা কর্মীদের ভয় দেখিয়ে কোনঠাসা করে রেখে পুরসভা দখল করতে মোহিতবাবুকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে পুলিশ। সবাই জানে মোহিতবাবু দলের কাজে বাইরে রয়েছেন। তিনি যাতে গ্রেফতারির ভয়ে রায়গঞ্জে ঢুকতে না পারেন তার জন্য তৃণমূলের চাপেই পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালায়।

Advertisement

জেলা পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌরের দাবি, পুলিশ আইন মেনেই কাজ করছে!

গত ৬ মার্চ রায়গঞ্জের মহকুমাশাসক তথা পুরসভার প্রশাসক থেন্ডুপ নামগিয়েল শেরপা মোহিতবাবু সহ বিদায়ী পুরবোর্ডের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় সরকারি অনুমোদন ও কোনও তহবিল ছাড়া শহরে ২৭০টি উন্নয়নমূলক কাজ করার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মোহিতবাবু সহ বিদায়ী পুরবোর্ডের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসভঙ্গ, সরকারি টাকা অপব্যবহারের চেষ্টার অভিযোগে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে।

জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরিন্দম সরকারের দাবি, ‘‘মোহিতবাবু বেআইনি কাজে অভিযুক্ত হয়ে গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আইন আইনের পথেই চলছে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement