Fake NIA Officers Arrest

‘এসআইআরের নথি ঠিক করে দেব’! লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার তিন ‘এনআইএ অফিসার’

অভিযোগ, জাতীয় তদন্তকারী সংস্থার পদস্থ আধিকারিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাতেন তিন ব্যক্তি। হুমকি দিয়ে টাকা আদায় করতেন। এই মর্মে মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৪:১৪
Share:

—প্রতীকী চিত্র।

জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) আধিকারিক বলে নিজেদের পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল শিলিগুড়িতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের জন্য অনেকের নথি ‘ঠিক’ করে দেওয়ার নাম করেও এঁরা টাকা তোলেন বলে অভিযোগ। শেষমেশ গোয়েন্দা বিভাগ এবং এসওজি-র অভিযানে গ্রেফতার হয়েছেন তিন অভিযুক্ত।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জাতীয় তদন্তকারী সংস্থার পদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাতেন তিন জন। অভিযোগ, হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা তুলতেন তাঁরা। তিন জনের বিরুদ্ধে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তাতে আর্থিক প্রতারণার অভিযোগ আনেন অভিযোগকারী। তারই তদন্তে নেমেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল অপারেশন গ্রুপ বা এসওজি। অভিযুক্তদের ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা। শেষমেশ শনিবার তিন জনের মোবাইল লোকেশন অনুসরণ করে হাতেনাতে ধরেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল এবং বিভিন্ন নথির ফটোকপি উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে একটি গাড়ি।

ধৃতদের নাম এবং পরিচয়ও জানা গিয়েছে পুলিশ সূত্রে। ধৃত আহসান আহমেদ এবং রেহার বাবর পাঞ্জিপাড়ার বাসিন্দা। গ্রেফতার হয়েছেন মানিক রায় নামে শিলিগুড়ির সেবক রোডের এক বাসিন্দা। ওই তিন জন জাতীয় তদন্তকারী সংস্থার ভুয়ো পরিচয় দিয়ে শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন মানুষকে ‘টার্গেট’ করতেন এবং তাঁদের বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে টাকা নিয়েছেন বলে অভিযোগ।

Advertisement

এ-ও জানা গিয়েছে, রাজ্যে এসআইআরের আবহে নিজেদের ভুয়ো পরিচয় কাজে লাগিয়ে অনেককে বিভ্রান্ত করতেন ওই ত্রিমূর্তি। যাঁরা সরকারি বিষয়ে অতটা বোঝেন না, তাঁদের সহজেই বিশ্বাস অর্জন করতেন এঁরা। নথিপত্র ঠিক করে দেওয়ার নাম করে অনেকের কাছে লক্ষাধিক টাকা নিয়েছেন বলেও অভিযোগ৷ ধৃতদের রবিবারই শিলিগুড়ি আদালতে হাজির করানোর কথা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের সঙ্গে কোনও বড় চক্র জড়িত কি না, তা তদন্তসাপেক্ষ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিংহ বলেন, ‘‘মূলত সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এনআইএ আধিকারিকের পরিচয় দিতেন অভিযুক্তেরা। সেই অভিযোগ দায়ের হওয়ার পর তিন জনকেই গ্রেফতার করা হয়েছে। তবে এই চক্রের পেছনে আরও অনেকেই রয়েছেন। তাঁদের খোঁজ চলছে৷’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement