অমিতের পথে হতে পারে কৃষক বিক্ষোভ

ফসলের দাম থেকে শুরু করে ঋণ, সমস্ত বিষয় নিয়েই গোটা দেশ জুড়েই কৃষক বিক্ষোভ চলছে। দিন কয়েক আগেই দিল্লিতে সেই বিক্ষোভ আছড়ে পড়েছে। দিল্লিতে সেই বিক্ষোভে বিজেপি বিরোধী প্রায় সব দলের নেতারাই হাজির হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ০৫:২৭
Share:

কোচবিহারে বৈঠকে তৃণমূলের নেতারা। ছবি: হিমাংশুরঞ্জন দেব

মহারাষ্ট্র থেকে দিল্লি—কৃষক বিক্ষোভের ঘটনা সামনে এসেছে বারবার। এ বার কোচবিহারে গণতন্ত্র বাঁচাও যাত্রায় (রথযাত্রা) সামিল হতে আসা অমিত শাহের রাস্তাতেও ঘটতে পারে এই বিক্ষোভের ঘটনা। সরাসরি তাঁকে আটকে বিক্ষোভ না দেখানো হলেও, যাত্রাপথের আগে-পরে কোথাও জমায়েত হয়ে তাঁদের ক্ষোভের কথা তুলে ধরতে পারেন কৃষকদের একটি অংশ। দলীয় সূত্রের খবর, তৃণমূল প্রভাবিত কৃষকদের একটি অংশ এমন ভাবেই রথযাত্রার সময় প্রতিবাদের কর্মসূচি নিয়েছেন। মুখে অবশ্য কেউই ওই কর্মসূচির ব্যাপারে কিছু বলতে চাইছেন না। তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এমন কোনও কর্মসূচির কথা আমার জানা নেই।” যুব তৃণমূলের সভাপতি সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, “সংগঠনের তরফে এমন কোনও কর্মসূচি নেই। কোথাও কৃষকরা বিক্ষোভ দেখাবেন কি না সেটা তাঁদের ব্যাপার।”

Advertisement

ফসলের দাম থেকে শুরু করে ঋণ, সমস্ত বিষয় নিয়েই গোটা দেশ জুড়েই কৃষক বিক্ষোভ চলছে। দিন কয়েক আগেই দিল্লিতে সেই বিক্ষোভ আছড়ে পড়েছে। দিল্লিতে সেই বিক্ষোভে বিজেপি বিরোধী প্রায় সব দলের নেতারাই হাজির হয়েছিলেন।

কোচবিহারে তেমনই কোনও উদ্যোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কথা রটছে, শাসক দলের সভাপতিই যখন আসছেন, তখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটতে পারে। বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা বলেন, “তৃণমূল নানা পরিকল্পনা করছে অমিত শাহের সভা আটকাতে। কিন্তু কোনওটাই কাজে লাগছে না। আর কৃষকরা সবাই বিজেপির পক্ষেই রয়েছেন। এমন কোনও বিক্ষোভ করতে গেলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই যাবে।” নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতার কথায়, “দেশ জুড়ে খুবই খারাপ অবস্থা। কৃষকদের অবস্থা আরও খারাপ। তার মধ্যে রথযাত্রা অনেকেই মেনে নিতে পারছেন না।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন