বাম সমর্থকের রাস্তায় বেড়া, অভিযোগ তুফানগঞ্জে

দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন। তাই এক সিপিএম সমর্থকের বাড়িতে ঢোকার পথ বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তুফানগঞ্জ শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০৩:০৫
Share:

দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন। তাই এক সিপিএম সমর্থকের বাড়িতে ঢোকার পথ বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

সিপিএমের অভিযোগ, ১৯ এপ্রিল তুফানগঞ্জ থানার ছাটরামপুরের গুড়িয়ারপাড় এলাকার বাসিন্দা নব্য বর্মন নামে দলের ওই সমর্থকের বাড়িতে যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া বসানো হয়। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরে চাপের মুখে পড়ে শুক্রবার বেলা দশটা নাগাদ ওই রাস্তা অবশ্য খুলে দেওয়া হয়েছে। তবে ভোট পর্ব মিটলে ফের পরিবারটি সমস্যার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তারা। তৃণমূল অবশ্য ওই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগসূত্রের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বিষয়টি প্রতিবেশী দুই শরিক পরিবারের জমি সংক্রান্ত গোলমাল।

সিপিএমের অভিযোগ, গত ১৮ এপ্রিল নব্যবাবু নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের আওতাধীন গুড়িয়ারপাড় এলাকায় সিপিএম প্রার্থীর সমর্থনে একটি সভায় গিয়েছিলেন। এলাকায় ভোটের প্রচারে আসা সিপিএম প্রার্থী তমসের আলির সঙ্গে কিছু বাড়িতে সঙ্গী হিসাবে যান। তার পরের দিন থেকেই নব্যবাবুর বাড়িতে যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া বসানো হয়। ঘটনার জেরে দু’দফায় তুফানগঞ্জের মহকুমা শাসকের কাছে অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্তে এলাকায় যায় পুলিশ।

Advertisement

নব্যবাবু বলেন, “দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছি। সিপিএম প্রার্থীর সঙ্গে প্রচারে ঘোরাঘুরির পরদিন থেকেই তৃণমূলের লোকেরা রাস্তা বন্ধ করে বাঁশের বেড়া দিয়ে দেওয়ায় সমস্যায় পড়তে হয়।” সিপিএমের তুফানগঞ্জ জোনাল কমিটির নেতা সুভাষ ভাওয়াল বলেন, “তৃণমূল পরিকল্পিত ভাবে সন্ত্রাস ছড়াতে চাইছে।” নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য বলেন, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। ওই ঘটনাটি প্রতিবেশী দুই শরিক পরিবারের জমি সংক্রান্ত বিবাদ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন